শেরিফের বিপক্ষে রিয়াল স্কোয়াডে নেই বেল-হ্যাজার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৪ নভেম্বর ২০২১
শেরিফের বিপক্ষে রিয়াল স্কোয়াডে নেই বেল-হ্যাজার্ড

একের পর এক ইনজুরি সমস্যায় ভুগছেন রিয়ালের দুই তারকা গ্যারেথ বেল এবং এডিন হ্যাজার্ড। এরই ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে শেরিফ টিরাসপোলের বিপক্ষে ম্যাচে মাঠে থাকবেন না তারা।

বুধবার (২৪ নভেম্বর) উয়েফা চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে ফিরতি লেগের ম্যাচে মাঠে নামবে শেরিফ টিরাসপোল এবং রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে ইনজুরি আক্রান্ত বেল এবং হ্যাজার্ডকে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।

শেরিফ টিরাসপোলের বিপক্ষে প্রথম দেখায় তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে রিয়ালের সামনে।

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলার সময় চোটে পড়েছেন গ্যারেথ বেল। এছাড়াও পেটের সমস্যায় ভুগছেন বেলজিয়ান তারকা এডিন হ্যাজার্ড। তাই তো তারা শেরিফের বিপক্ষে ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি।

রোববার (২১ নভেম্বর) গ্রানাডার বিপক্ষে ম্যাচের একাদশেও ছিলেন না দুই তারকা ফুটবলার।

চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান। অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে শেরিফ টিরাসপোল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-রোনালদো

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-রোনালদো

গ্রানাডাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

গ্রানাডাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

এখনই অবসরে যাচ্ছেন না আগুয়েরো : জাভি

এখনই অবসরে যাচ্ছেন না আগুয়েরো : জাভি

ফুটবলকে বিদায় বলতে প্রস্তুত আগুয়েরো

ফুটবলকে বিদায় বলতে প্রস্তুত আগুয়েরো