রোনালদোর গোলে পয়েন্ট টেবিলের পাঁচে ইউনাইটেড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৩ এএম, ১২ ডিসেম্বর ২০২১
রোনালদোর গোলে পয়েন্ট টেবিলের পাঁচে ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের কাঙ্খিত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদোর করা একমাত্র গোলে নরউইচ সিটিকে হারিয়েছে ইউনাইটেড। এ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর উঠে এসেছে ইউনাইটেড।

ইউনাইটেডের ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডের স্বাগতিকদের সাথে ভালোই লড়াই করে নরউইচ সিটি। টেবিলের তলানির দলটি একের পর এক আক্রমণে ইউনাইটেডের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে। তবে গোলরক্ষক ডেভিড ডি গিয়ার কল্যাণে জালের দেখা পায়নি তারা।

ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইউনাইটেড। তবে ভাগ্য সহায় না হওয়ায় গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। প্রথমার্ধের শেষ দিকে রোনালদোর নেওয়া শট আটকে নরউইচ সিটিকে বাঁচান গোলরক্ষক টিম ক্রুল।

দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে খেলা শুরু করে দুই দলই। প্রথম সুযোগ পায় নরউইচ। ৫৬তম মিনিটে এগিয়ে যেতে পারতো নরউইচ সিটি। টিমো পুক্কির কর্নারের বিনিময়ে আটকে দেন ডেভিড ডি গিয়া।

ম্যাচের ৭৫তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনালদো। ডি-বক্সে তাকে ফাউল করায় স্পট কিক পায় ইউনাইটেড। সেখান থেকে  গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এ গোলেই নিশ্চিত হয় রেড ডেভিলদের জয়।

এ গোলের পর আরও একটি সুযোগ পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গোল করতে ব্যর্থ হন তিনি। শেষ দিকে গোল শোধে মরিয়া হয়ে উঠে নরউইচ সিটি। তবে ফিনিংশিং ব্যর্থতায় গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ম্যাচ হেরেই মাঠে ছাড়ে ইউনাইটেড।

এ জয়ে ১৬ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে ইউনাইটেড পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে। এক ধাপ নিচে নামা আর্সেনালের পয়েন্ট ২৬।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জেরার্ডের ঘরে ফেরার ম্যাচে লিভারপুলের জয়

জেরার্ডের ঘরে ফেরার ম্যাচে লিভারপুলের জয়

টটেনহামে করোনার হানা, আক্রান্ত ১৩ জন

টটেনহামে করোনার হানা, আক্রান্ত ১৩ জন

দর্শক টানতে টিকিট ও জার্সি দিচ্ছে বাফুফে

দর্শক টানতে টিকিট ও জার্সি দিচ্ছে বাফুফে

বায়ার্নের কাছে নাকানিচুবানি খেয়ে বার্সার বিদায়

বায়ার্নের কাছে নাকানিচুবানি খেয়ে বার্সার বিদায়