ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন ইতো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১২ পিএম, ১২ ডিসেম্বর ২০২১
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন ইতো

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সাবেক কিংবদন্তি ফুটবলার স্যামুয়েল ইতো। ক্যামেরুন ফুটবল ফেডারেশনের নির্বাচনের ভারপ্রাপ্ত সভাপতি সেদৌ এমবোম্বে নাজোয়াকে পরাজিত করে নির্বাচনে জয়লাভ করেছেন তিনি।

২০১৮ সালে ফুটবলকে বিদায় জানান স্যামুয়েল ইতো। এরপর থেকে ফিফার সাথে যুক্ত হয়ে আফ্রিকার ফুটবলে কাজ করছিলেন তিনি। সেখান থেকেই ফুটবল প্রশাসনে যুক্ত হন তিনি।

২০১৮ সালে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের নির্বাচনে জয় পেয়েছিলেন সেদৌ এমবোম্বে নাজোয়া। তবে সভাপতি বসতে পারেননি তিনি। তাই তো চলতি বছরের জানুয়ারিতে সে নির্বাচন বাতিল করে দেয় কোর্ট অব অ্যাট্রিবিউশন ফর স্পোর্টস। এ নির্বাচন বাতিল করার পরই চলতি বছরের এ নির্বাচন অনুষ্ঠিত হলো।

এ নির্বাচনে মোট পাঁচজন প্রতিদ্বন্দ্বী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বীতা ছিল স্যামুয়েল ইতো এবং সেদৌ এমবোম্বে নাজোয়ার মধ্যে। তবে নির্বাচনের আগেই স্যামুয়েল ইতোকে সমর্থন দেন বাকি তিন প্রার্থী।

নির্বাচনে ৪৩-৩১ ভোটে জয় পেয়ে পরবর্তী সভাপতি নির্বাচিত হন চারবারের আফ্রিকার সেরা ফুটবলার স্যামুয়েল ইতো। এবার নাজোয়া নির্বাচনে হারলেও ২০১৮ সালে তার পক্ষেই সমর্থন দিয়েছিলেন ইতো। নির্বাচনে জয় লাভ করে ইতো বলেন, ‘সব ধরনের প্রতারনা সত্বেও আমি পরবর্তী সভাপতি হতে যাচ্ছি।’

নির্বাচিত হয়েই ইতোর সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে আফ্রিকান নেশনস কাপ আয়োজন করবে ক্যামেরুন। ঘরের মাঠে পুরো টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করাই হবে ইতোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর গোলে পয়েন্ট টেবিলের পাঁচে ইউনাইটেড

রোনালদোর গোলে পয়েন্ট টেবিলের পাঁচে ইউনাইটেড

জেরার্ডের ঘরে ফেরার ম্যাচে লিভারপুলের জয়

জেরার্ডের ঘরে ফেরার ম্যাচে লিভারপুলের জয়

মাদ্রিদ ডার্বি দিয়ে মাঠে ফিরছেন বেনজেমা

মাদ্রিদ ডার্বি দিয়ে মাঠে ফিরছেন বেনজেমা

কাঙ্ক্ষিত জয় পেল না বাংলাদেশের মেয়েরা

কাঙ্ক্ষিত জয় পেল না বাংলাদেশের মেয়েরা