উনাই সিমনকে দলে ভেড়াতে মরিয়া টটেনহ্যাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
উনাই সিমনকে দলে ভেড়াতে মরিয়া টটেনহ্যাম

দীর্ঘদিন ধরেই টটেনহ্যাম গোলবারের অতন্ত্রী প্রহরী হুগো লরিস। দিনকে দিনকে বাড়ছে লরিসের বয়স। এ কারণেই নতুন গোলরক্ষক খোঁজার মিশনে নেমেছে স্পার্সরা। তাদের নজরে আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক উনাই সিমন। 

স্পেন এবং অ্যাটলেটিকো মাদ্রিদের গোলবারের ভরসার নাম উনাই সিমন। তরুণ এই গোলরক্ষককে নিজেদের করে নিতে মরিয়া টটেনহ্যাম। সেই চেষ্টাই করছেন কোচ অ্যান্তেনিও কান্তে।

প্রায় এক যুগ ধরে টটেনহ্যামের প্রথম পছন্দের গোলরক্ষক হুগো লরিস। দারুণ পারফর্মেন্সের কারণে তার সাথে নতুন করে দুই বছরের চুক্তি করেছে স্পার্সরা। আরও দুই মৌসুম স্পার্সদের ডেরায় থাকলেও বয়স ৩৫ পার হওয়াতেই স্পার্সদের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ। এ কারণেই উনাই সিমোনের দিকে হাত বাড়িয়েছে।

এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং স্পেনের হয়ে প্রতিনিয়তই নিজেকে প্রমাণ করছেন উনাই সিমোনে। রোববার (২৭ ফেব্রুয়ারি) লা লিগায় নিজের শততম ম্যাচ খেলবেন এই গোলরক্ষক। শুধু তাই নয়, ইতিমধ্যে স্পেনের হয়ে ২০ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। 

লা রোজাদের হয়ে খেলা এই গোলরক্ষকের সাথে অ্যাথলেটিকো মাদ্রিদের কোনো রিলিজ ক্লজ চুক্তি না থাকলেও বিনামূল্যেই তাকে পাবে না স্পার্সরা। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী তাকে পেতে বড় ধরনের অর্থ খরচ করতে হতে পারে বলে ধারণা হচ্ছে।

এদিকে উনাই সিমন ছাড়াও টটেনহ্যামের নজর আছে ইতালিয়ান সিরি ‘এ’ দল আটলান্টার গোলরক্ষক পিয়েরিলুইজি গোলিন্নির দিকেও। উনাই সিমনকে না পেলে তার দিকে হাত বাড়ানোর ভাবনায় রয়েছে স্পার্সরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

লিডসের জালে লিভারপুলের ‘গোলবন্যা’

লিডসের জালে লিভারপুলের ‘গোলবন্যা’

অ্যাথলেটিকোর মাঠে হোঁচট খেলো রোনালদোরা

অ্যাথলেটিকোর মাঠে হোঁচট খেলো রোনালদোরা

শীত এলেই ঠান্ডা হয়ে যান রুদ্রিগো!

শীত এলেই ঠান্ডা হয়ে যান রুদ্রিগো!

ডেক্লান রাইসের মূল্য বাড়িয়েই চলছে ওয়েস্ট হ্যাম

ডেক্লান রাইসের মূল্য বাড়িয়েই চলছে ওয়েস্ট হ্যাম