অ্যাথলেটিকোর মাঠে হোঁচট খেলো রোনালদোরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
অ্যাথলেটিকোর মাঠে হোঁচট খেলো রোনালদোরা

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতিটা সেরে নিয়েছিল ইংলিশ জায়ান্টরা। তবে মাঠে ফিরতেই আবারও সেই অচেনা ম্যানইউ। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে খুঁজেই পাওয়া যায়নি রালফ রাংনিকের দলকে। তারা ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে।

এই ম্যাচেও নিষ্প্রভ রইলেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেকে হারিয়ে খুঁজছিলেন আরেক তারকা পল পগবা। যে কারণে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ রাংনিক।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটনোয় ম্যাচের শুরু থেকেই নিজেদের দাপট দেখাতে থাকে অ্যাথলেটিকো। বল দখল আর দুর্দান্ত সব পাসে চোখ জুড়ানো খেলা উপহার দিতে থাকে ডিয়োগো সিমিওনের দল। তাতে ম্যাচের প্রথম গোলটি পেয়ে যায় তারাই।

ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বল প্রথমে ক্লিয়ার করেছিলেন ভিক্টর লিন্ডেলফ। তবে পুরোপুরি পারেননি। বল চলে যায় অ্যাথলেটিকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার রেনান লোদির পায়ে।

লোদি ক্রস তুলে দিয়েছিলেন ইউনাইটেডের বক্সের দিকে। বলকে পাখির চোখ করে রাখা জোয়াও ফেলিক্স এই সুযোগ মিস করেননি। দৌঁড়ে এসে জোরালে হেডে বল তুলে দেন জালে। অ্যাথলেটিকো এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।

বিরতির আগে আর গোল পায়নি কোনো দলই। বিরতির পরও নিজেদের চিরচেনা কৌশলেই খেলেছে মাদ্রিদের দলটি। তাতে বেশ সুরক্ষিত ছিল রক্ষণভাগ। নসাৎ হয়েছে রেড ডেভিলদের কয়েকটি আক্রমণ।

অ্যাথলেটিকোর এমন রক্ষণ দেখেই কিনা বিরতির পর দলে অদল বদল আনেন রাংনিক। তাতে ট্রাম্পকার্ড হয়ে আসেন ৭৫ মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলি হয়ে নামা অ্যান্থনি এলাঙ্গা। তার গোলেই মানরক্ষা করে ফিরেছে ইউনাইটেড।

৮০ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ এক শটে অ্যাথলেটিকোর রক্ষণ ভেদ করে দলকে সমতা ফেরান ১৯ এলাঙ্গা। তাতেই ঘরের মাঠে ফিরতি লেগের জন্য লড়াই জমিয়ে রাখলো ইংলিশ জায়ান্টরা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেন ইস্যু : রাশিয়া থেকে সরতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

ইউক্রেন ইস্যু : রাশিয়া থেকে সরতে পারে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল

পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

এমবাপেকে বিশ্বের ‘সর্বোচ্চ দামী’ ফুটবলার বানানোর প্রস্তাব পিএসজির!

এমবাপের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

এমবাপের প্রশংসায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি