ইউক্রেন যুদ্ধ : কোচিংয়ে না ফিরে যুদ্ধে যাচ্ছেন ফুটবলার লুঝনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন যুদ্ধ : কোচিংয়ে না ফিরে যুদ্ধে যাচ্ছেন ফুটবলার লুঝনি

ইউক্রেন জুড়ে চলছে রাশিয়ার আগ্রাসন। এতে সংকটে পুরো ইউক্রেন। দেশের এই দুঃসময়ে ফুটবলের সাথে থাকতে পারলেন না সাবেক ফুটবলার ওলেগ লুঝনি। কোচিং পেশায় না ফিরে যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই ডিফেন্ডার।

পেশাদার ক্যারিয়ারে ওলেগ লুঝনি ছিলেন ডিফেন্ডার। খেলেছেন ইউক্রেন জাতীয় দলে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ইউক্রেনের ক্লাব ডাইনামো কিয়েভের জার্সিতে খেলেছিলেন তিনি।

ফুটবল ক্যারিয়ার শেষে বেঁছে নেন কোচিংকে। ছিলেন ডায়নামো কিয়েভের সহকারী কোচ। ২০১৯ সালে ডায়নামো কিয়েভ থেকে পদত্যাগ করেছিলেন তিনি। মাস দুয়েক আগে জানিয়েছিলেন আবারও কোচিংয়ে ফিরবেন । তবে এখনই ফেরা হচ্ছে না ফুটবল মাঠের ডাগ আউটে। যুদ্ধ করবেন দেশ মাতৃকার টানে।

বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ওলেগ লুঝনি। ইউরোপিয়ান গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, দেশ এবং দেশের মানুষকে রক্ষা করাই এখন তার মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘পরিস্থিতি ভয়াবহ। আমি যুক্তরাজ্যে কোচিং করাতে চাই। কিন্তু কোনো কিছুর আগে আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং গণতন্ত্রের জন্য আমি দৃঢ়ভাবে দাঁড়াব এবং লড়াই করব।’

সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং ইউক্রেনের হয়ে ৬০ ম্যাচ খেলেছিলেন লুঝনি। এ সময়ে জাতীয় দলকে অধিনায়কত্বও করেছেন। ৩৭ ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ : জাতীয় সঙ্গীত আর পতাকা ছাড়াই খেলতে হবে রাশিয়াকে

ইউক্রেন যুদ্ধ : জাতীয় সঙ্গীত আর পতাকা ছাড়াই খেলতে হবে রাশিয়াকে

ইউক্রেন যুদ্ধ : চেলসির প্রতি বৈরি আচরণের কারণ বুঝতে পারছেন টুখেল

ইউক্রেন যুদ্ধ : চেলসির প্রতি বৈরি আচরণের কারণ বুঝতে পারছেন টুখেল

ইউক্রেন যুদ্ধ : রাশিয়ার বিপক্ষে খেলতে পোল্যান্ডের অস্বীকৃতি

ইউক্রেন যুদ্ধ : রাশিয়ার বিপক্ষে খেলতে পোল্যান্ডের অস্বীকৃতি

দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো

দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো