ইউক্রেন যুদ্ধ : চেলসির প্রতি বৈরি আচরণের কারণ বুঝতে পারছেন টুখেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
ইউক্রেন যুদ্ধ : চেলসির প্রতি বৈরি আচরণের কারণ বুঝতে পারছেন টুখেল

রাশিয়া-ইউক্রেন সমস্যা রুপ নিয়েছে যুদ্ধে। রাজনীতির মাঠ থেকে প্রভাব এসেছে ফুটবল মাঠেও। তবে একই কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইংলিশ ক্লাব চেলসি। কারণ চেলসির মালিক রোমান আব্রাহিমোভিচ যে রাশিয়ার ঘনিষ্টভাজন। তাই তো চেলসি ম্যানেজার টমাস টুখেল জানান, চেলসির প্রতি বৈরি আচরণের কারণ বুঝতে পারছেন তিনি।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকেই বেশ বৈরি আচরনের শিকার হচ্ছে চেলসি। মূলত তাদের মালিক রোমান আব্রাহিমোভিচের সাথে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লামিদির পুতিনের সাথে সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন রয়েছে। এ কারণেই চেলসির প্রতি হচ্ছে বৈরি আচরণ।

এ বিষয়ে চেলসি কোচ টমাস টুখেল বলেন, ‘আমি বুঝতে পারছি কেন ক্লাব এবং ক্লাবের প্রতিনিধিদের প্রতি বৈরি আচরণ করা হচ্ছে।’

ইউক্রেনের এই ঘটনা চেলসির সবাইকে আঘাত করেছে বলে জানান। এমনকি সবাই এ ঘটনায় সহমর্মিতা প্রকাশ করছে বলেও জানিয়েছেন তিনি।

টুখেল বলেন, ‘আমাদের এটা বলা উচিত নয় যে, এটা কোনো ইস্যু নয়। আমাদের ক্লাবের সবার জন্যই এটা ভয়ংকর পরিস্থিতি।’

ইউক্রেনের এই ঘটনা ইউরোপের কেউ অবহেলা করে যেতে পারেন না বলেও জানান টুখেল। তার মতে ইউরোপে যুদ্ধ লাগার বিষয়টি পুরো মহাদেশের জন্য ক্ষতিকারক।

তিনি বলেন, ‘সমস্যাটা গুরুতর। ইউরোপের জন্য বিষয়টি (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) চিন্তা করা অকল্পনীয় ছিল। আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ : রাশিয়ার বিপক্ষে খেলতে পোল্যান্ডের অস্বীকৃতি

ইউক্রেন যুদ্ধ : রাশিয়ার বিপক্ষে খেলতে পোল্যান্ডের অস্বীকৃতি

দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো

দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নতুন ভেন্যু প্যারিস

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নতুন ভেন্যু প্যারিস

রাশিয়ার হামলায় ‘বন্ধ হয়ে গেল’ ইউক্রেন ফুটবল লিগ

রাশিয়ার হামলায় ‘বন্ধ হয়ে গেল’ ইউক্রেন ফুটবল লিগ