দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
দেশের যুদ্ধাবস্থাতেও সিটিজেনদের হয়ে নামবেন জিজিনকো

ইউক্রেনজুড়ে চলছে রাশিয়ার আগ্রাসন। স্বাভাবিকভাবেই দেশের বাইরে থাকা ইউক্রেনীয়দের মধ্যেও আছে উদ্বেগ উৎকণ্ঠা। এর ব্যতিক্রম নন, ম্যানচেস্টার সিটিতে খেলা ইউক্রেনীয় ডিফেন্ডার আলেজান্ডার জিজিনকো। তবে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে নামবেন বলে নিশ্চিত করেছেন সিটিজেন কোচ পেপ গার্দিওয়ালা।

শনিবার (২৬ মার্চ) ইংলিশ প্রিমিয়ার লিগের এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে জিজিনকো থাকবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সে শঙ্কাকে দূরে ঠেলে কোচ গার্দিওয়ালা নিশ্চিত করেছেন মাঠে নামবেন এই তারকা।

তিনি বলেন, ‘সে শঙ্কিত। সে যেখানে জন্মগ্রহণ করেছে এবং বেড়ে উঠেছে, সেখানে শত্রুরা হামলা করেছে। তবে অনুশীলনেও সে মনযোগী।’

মানসিকভাবে বেশ শক্ত অবস্থায় আছেন জিজিনকো। এমনটাই জানিয়েছেন কোচ গার্দিওয়ালা। এ কারণেই তাকে মাঠে নামানোর মতো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান।

তিনি বলেন, ‘এটা তার জন্য সহজ সময় না। তবুও সে মাঠে নামার জন্য প্রস্তুত।’

জিজিনকো মাঠে নামার জন্য প্রস্তুত হলেও ক্লাব ছেড়েছেন ইউক্রেনের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা অ্যান্ডিরি ইয়ারমোলেঙ্কো। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট হ্যাম কর্তৃপক্ষ।

ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েস, ‘সে মানসিকভাবে ভালো নেই। তাই তাকে ছুটি দেওয়া হয়েছে। আমরা আশাবাদী সবকিছু ভালো হয়ে যাবে এবং তার পরিবারও সুস্থ থাকবে।’

রোববার (২৭ ফেব্রুয়ারি) নিজেদের ঘরের মাঠে উলভারহ্যাম্পটনকে আতিথ্য দিবে ওয়েস্ট হ্যাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নতুন ভেন্যু প্যারিস

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নতুন ভেন্যু প্যারিস

ইউক্রেন যুদ্ধ: বিশ্বকাপ বাছাইয়ে রাশিয়ায় খেলতে নারাজ তিন দেশ

ইউক্রেন যুদ্ধ: বিশ্বকাপ বাছাইয়ে রাশিয়ায় খেলতে নারাজ তিন দেশ

রাশিয়ার হামলায় ‘বন্ধ হয়ে গেল’ ইউক্রেন ফুটবল লিগ

রাশিয়ার হামলায় ‘বন্ধ হয়ে গেল’ ইউক্রেন ফুটবল লিগ

ইউক্রেন যুদ্ধ: রুশ সরকারের সাথে সম্পর্কে ‘নিষেধাজ্ঞার মুখে’ চেলসি মালিক

ইউক্রেন যুদ্ধ: রুশ সরকারের সাথে সম্পর্কে ‘নিষেধাজ্ঞার মুখে’ চেলসি মালিক