আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুললো লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ১৭ মার্চ ২০২২
আর্সেনালকে হারিয়ে শিরোপার লড়াই জমিয়ে তুললো লিভারপুল

দুই দিন আগে গত সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোল শূন্য ড্র করে পয়েন্ট হারায় ম্যানচেস্টার সিটি। এই সুযোগে পয়েন্ট টেবিলে ব্যবধান কমানোর সুযোগ চলে আসে লিভারপুলের সামনে। সুযোগটা কাজে লাগালো জার্গেন ক্লপের শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে ২-০ গোলের পরিষ্কার ব্যবধানে হারিয়ে ম্যানসিটির ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে ‘দ্য রেড’রা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানসিটির সঙ্গে এখন তাদের পয়েন্টের ব্যবধান এক!

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দুল। ম্যাচের প্রথমার্ধে নিজেদের মাঠে ভালোই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। লিভারপুলও সুযোগ বুঝে আক্রমণ করে গেছে। তবে গোলের দেখা পায়নি কোনো দলই।

প্রথমার্ধ গোলশূন্য কাটানোর পর দ্বিতীয়ার্ধে জ্বলে উঠে ক্লপের শিষ্যরা। ৫৪ মিনিটের মাথায় আসে ম্যাচের প্রথম গোল। মাঝমাঠ থেকে থিয়াগো আলকান্তারার দারুণ পাস ধরে ডি-বক্সে ঢুকে পড়েন ডিয়েগো জোতা। এরপর চোখের পলকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন পর্তুগিজ ফরোয়ার্ড।

২০২১ সালের নভেম্বরে প্রিমিয়ার লিগে প্রথম দেখায় ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচেও আর্সেনালের জালে একবার বল পাঠিয়েছিলেন জোতা। এ নিয়ে মুখোমুখি দেখাতে দুইবারই গোল করলেন তিনি।

জোতার গোলের আট মিনিট পরই আবার গোল। ৬৩ মিনিটের মাথায় নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন আর্সেনালের রক্ষণভাগের খেলোয়াড়রা। এই সুযোগে বল পেয়ে যান ব্রাজিলিয়ান তারকা ফিরমিনো। সুযোগ হেলায় না হারিয়ে নিচু শটে ব্যবধান ২-০ করেন তিনি।

আর্সেনালের বিপক্ষে জয়ে ২৯ ম্যাচে ২১ জয় ও ৬ ড্র নিয়ে লিভারপুলের পয়েন্টঁ দাঁড়ালো ৬৯। সমান ম্যাচে শীর্ষে থাকা ম্যানসিটির পয়েন্ট ৭০। এক ম্যাচ কম খেলে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি।

প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জয়ের পর হারের স্বাদ পাওয়া আর্সেনাল ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ২৯ ম্যাচ খেলে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিস্টাল প্যালেসের কাছে হোঁচট খেল উড়তে থাকা ম্যানসিটি

ক্রিস্টাল প্যালেসের কাছে হোঁচট খেল উড়তে থাকা ম্যানসিটি

চেলসি কিনতে আগ্রহী ট্রাম্পের বন্ধু উডি জনসন

চেলসি কিনতে আগ্রহী ট্রাম্পের বন্ধু উডি জনসন

মৌসুমের বাকি অংশে চেলসির বরাদ্দ ‘১৩১ মিলিয়ন’ ইউরো

মৌসুমের বাকি অংশে চেলসির বরাদ্দ ‘১৩১ মিলিয়ন’ ইউরো

অবিশ্বাস্য এরিকসেন, বার্নলির বিপক্ষে জিতলো ব্রেন্টফোর্ড

অবিশ্বাস্য এরিকসেন, বার্নলির বিপক্ষে জিতলো ব্রেন্টফোর্ড