অবিশ্বাস্য এরিকসেন, বার্নলির বিপক্ষে জিতলো ব্রেন্টফোর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ এএম, ১৩ মার্চ ২০২২
অবিশ্বাস্য এরিকসেন, বার্নলির বিপক্ষে জিতলো ব্রেন্টফোর্ড

ইউরোর মঞ্চে হার্ট অ্যাটাকে আক্রান্ত হবার পর ডেনমার্ক তারকা ক্রিস্টিয়ান এরিকসেনের বেচে ফেরাই ছিল সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার। আরও আশ্চর্যের ব্যাপার হলো, সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাঠেও ফিরেছেন ডেনিশ অধিনায়ক। এবার ব্রেন্টফোর্ডকে এনে দিলেন জয়ও।

বাংলাদেশ সময় রোববার (১৩ মার্চ) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বার্নলির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ব্রেন্টফোর্ড। পুরো ম্যাচজুড়ে যথেষ্ট প্রভাব রেখেছেন এরিকসেন। সহায়তা করেছেন দুটি গোলেই।

ম্যাচের ৮৫ মিনিটের সময় মাঠের বাম দিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে নিচু শটে উড়িয়ে দিয়েছিলেন এরিকসেন। তাতে মাথা ছোঁয়াতে মোটেও ভুল করেননি ইভান টনি। এরপর অতিরিক্ত সময়ের ৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে টনির করা দ্বিতীয় গোলটায়ও সিকিভাগ অবদান ডেনমার্ক তারকার।

এরিকসেনের এমন পারফরম্যান্সে টানা নয় ম্যাচ জয়খরা কাটিয়ে জয়ের ধারায় ফিরলো ব্রেন্টফোর্ড। সেই সঙ্গে রেলিগেশন জোন থেকে নিজেদের নয় পয়েন্ট দূরত্বে সরিয়ে নিয়েছে প্রিমিয়ার লিগের দলটি।

এমন জয়ের পর ব্রেন্টফোর্ড কোচ টমাস ফ্রাঙ্ক বলেন, ‘প্রিমিয়ার লিগে প্রত্যেকটি জয়ই একটি বিশাল ব্যাপার। কারণ জয় খুব কঠিন। আমরা খেলায় খুব ভাল পারফর্ম করেছি। আমি মনে করি আমরা এটি প্রাপ্য।’

এরিকসেনের প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা কঠিন পরিস্থিতিতে অনেক ভাল করেছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম। যার মূলে ছিল ক্রিস্টিয়ান। তার দুর্বল পায়ে একটি অবিশ্বাস্য ক্রসও ছিল।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যাটট্রিকে ইতিহাস গড়ে ম্যানইউকে জেতালেন রোনালদো

হ্যাটট্রিকে ইতিহাস গড়ে ম্যানইউকে জেতালেন রোনালদো

ব্রাইটনকে হারিয়ে সিটির সাথে ব্যবধান কমালো লিভারপুল

ব্রাইটনকে হারিয়ে সিটির সাথে ব্যবধান কমালো লিভারপুল

চেলসির দুঃসময়ের সুবিধা নিয়ে লুকাকুকে ফেরাতে চায় ইন্টার

চেলসির দুঃসময়ের সুবিধা নিয়ে লুকাকুকে ফেরাতে চায় ইন্টার

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ