রিয়ালের প্রতি ‘সম্মান’ দেখিয়ে বার্সেলোনায় খেলবেন না ভালভার্দে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৭ মার্চ ২০২২
রিয়ালের প্রতি ‘সম্মান’ দেখিয়ে বার্সেলোনায় খেলবেন না ভালভার্দে

মাত্র ১৮ বছর বয়সে উরুগুয়ের ক্লাব পেনারোল থেকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন মিডফিল্ডার ফেদেরিক ভালভার্দে। যোগ দেওয়ার দুই বছরের মধ্যেই হয়ে উঠেছিলেন রিয়ালের অন্যতম ভরসা। তাই তো রিয়াল ছেড়ে কখনই বার্সেলোনায় যোগ দিবেন না বলে জানালেন এই উরুগুইয়ান মিডফিল্ডার।

২০১৬ সালে উরুগুয়ের ক্লাব পেনারোল থেকে রিয়াল মাদ্রিদে আসেন ভালভার্দে। রিয়াল যোগ দেওয়ার মৌসুমেই অবশ্য মূল দলের হয়ে মাঠে নামার সুযোগ পাননি। বরং তাকে ধারে দেপোর্তিভো লা করুণাতে খেলিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। সেখান থেকে রিয়াল যুব দল হয়ে মূল দলের খেলার সুযোগ পান ২০১৮ সালে।

রিয়ালে যোগ দেওয়ার পর জিতেছেন সম্ভাব্য সব শিরোপা। আর এখান থেকেই এসেছে তারকাখ্যাতি। তাই তো কখনই রিয়াল ছেড়ে বার্সেলোনায় যাওয়ার কথা ভাবেন না বলেও জানান এই তারকা মিডফিল্ডার।

তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদের প্রতি সম্মানের কারণে…আমি কখনোই বার্সেলোনার হয়ে খেলব না। যেই ক্লাবে আমার রুটিরুজির যোগান দেয়, যারা আমার জীবন পাল্টে দিয়েছে, আমাকে যে ভালবাসা দিয়েছে, সেই ক্লাবের প্রতি সম্মানের কারণে আমি বার্সেলোনায় যোগ দেব না।’

কেন বার্সেলোনায় যোগ দিবেন না সে বিষয়টিও খোলাসা করেন এই তারকা মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমার কাছে রিয়াল মাদ্রিদ বিশেষ কিছু, তারা আমার জীবন বদলে দিয়েছে। আমি পেনারোল থেকে এসেছি, কিন্তু এখানে আসার পর থেকে জানতাম যে আমি বিশ্বের সেরা দলের জার্সি পরছি। এখানে প্রত্যাশার চাপ অনেক এবং দায়িত্বও বেশি, কিন্তু আমি এটা উপভোগ করি।’

রোববার (২০ মার্চ) এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এই ম্যাচের আগেই তিনি তার এই ভাবনার কথা জানিয়েছেন সবাইকে।

বর্তমানে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে ২০ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। আর তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার অবস্থান তিন নম্বরে। ৫১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে কাতালান ক্লাবটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

হ্যাজার্ডে চোখ রাখছে আর্সেনাল

হ্যাজার্ডে চোখ রাখছে আর্সেনাল

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ

ইউক্রেনের সাহায্যার্থে মিলিয়ন ইউরো দিলো রিয়াল মাদ্রিদ

অবশেষে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে!

অবশেষে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন এমবাপে!

রেফারিকে ‘শাসিয়ে’ কাঠগড়ায় পিএসজির মালিক

রেফারিকে ‘শাসিয়ে’ কাঠগড়ায় পিএসজির মালিক