ম্যানচেস্টার সিটি সম্ভবত বিশ্বের সেরা দল: ডিয়েগো সিমিওনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৬ এপ্রিল ২০২২
ম্যানচেস্টার সিটি সম্ভবত বিশ্বের সেরা দল: ডিয়েগো সিমিওনে

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমানে সমান লড়াই করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত ম্যানসিটির দুর্দান্ত আক্রমণভাগের সঙ্গে পেরে ওঠেনি তারা। ম্যাচ শেষে মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনের কন্ঠে প্রতিপক্ষের জন্য প্রশংসা ঝরলো। ম্যানসিটিকে বিশ্বের সেরা দল বলে আখ্যায়িত করলেন আর্জেন্টাইন কোচ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘একটি অসাধারণ দলের বিপক্ষে এটি একটি কঠিন ম্যাচ ছিল, খুবই কঠিন। তারা সম্ভবত বিশ্বের সেরা দল। কিন্তু আমরা ন্ম্রতার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি।’

অ্যাথলেটিকো বস আরও বলেন, ‘আমরা একটি কঠিন খেলা চেয়েছিলাম। পাল্টা আক্রমণে আসতে চেয়েছিলাম।। প্রথমার্ধে আমরা সেটা করতে পারিনি, তাদেরও গোলে শট ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা আরও বিপজ্জনক ছিলাম। তখন তারা একটি গোল পেয়েছে।’

ম্যাচে সিমিওনে মনোযোগ দিয়েছিলেন রক্ষণ আর মধ্যভাগে। দলকে খেলিয়েছেন ৫-৫-০ ফর্মেশনে। কার্যত মাঝ মাঠ থেকেই আক্রমণের উপর জোর দিয়েছিলেন তিনি। তাতেও আটকানো যায়নি ম্যানসিটিকে। সিমিওনে বলেন, ‘এই দলটাকে দেখতে একই রকম লাগে। সবাই একসাথে আক্রমণ করে।’

সিটির দুর্দান্ত স্কোয়াড ও বদলি খেলোয়াড়দের প্রশংসা করে সিমিওনে বলেন, ‘তাদের মতো দলের বিপক্ষে যাওয়া খুবই কঠিন। তাদের তিনজন ভালো খেলোয়াড় বাইরে চলে গেলে আরও তিনজন ভালো খেলোয়াড় আসে।’

ম্যাচে বদলি হিসেবে নেমে সিটির হয়ে পার্থক্য গড়ে দেন ফিল ফোডেন। ম্যাচের শুরুতে ফোডেনকে বেঞ্চে দেখে অবাক হয়েছিলেন সিমিওনে। তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম সে শুরুতে থাকবে। কারণ সে খুবই গতিশীল খেলোয়াড়। সে দ্বিতীয়ার্ধে আসায় দল খুব শক্তিশালী হয়েছিল।’

ফিরতি লেগে অ্যাথেলেটিকোর ঘরের মাঠে মুখোমুখি হবে সিটি। এই ম্যাচ ঘিরে পরিকল্পনা সাজাচ্ছেন সিমিওনে। তিনি হাল ছেড়ে দিতে রাজি নন। তিনি বলেন, ‘দুই ম্যাচের মধ্যে অনেক পার্থক্য। তবে ঘর হোক কিংবা বাহির, তাদের কিছু আসে যায় না। আমরা দেখি কতদূর যেতে পারি।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

কঠিন লড়াইয়ের ম্যাচে অ্যাথলেটিকোকে হারালো ম্যানসিটি

কঠিন লড়াইয়ের ম্যাচে অ্যাথলেটিকোকে হারালো ম্যানসিটি

ভিয়ারিয়ালের ১৩ মিনিটের তাণ্ডব, উড়ে গেল জুভেন্টাস

ভিয়ারিয়ালের ১৩ মিনিটের তাণ্ডব, উড়ে গেল জুভেন্টাস

ডাগআউট ছেড়ে যুদ্ধের ময়দানে ইউরি ভার্নিডুব

ডাগআউট ছেড়ে যুদ্ধের ময়দানে ইউরি ভার্নিডুব

পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি

পেদ্রির চেয়ে সম্ভাবনাময় তরুণ বিশ্ব ফুটবলে আর নেই : জাভি