এমবাপেকে দলে ভেড়াতে রিয়াল বেশিই আত্মবিশ্বাসী: পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৪ এপ্রিল ২০২২
এমবাপেকে দলে ভেড়াতে রিয়াল বেশিই আত্মবিশ্বাসী: পিএসজি

কিলিয়ান এমবাপে কি প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) থাকবেন নাকি স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিবেন? সেই প্রশ্নের উত্তর জানতে হয়তো এখনও অনেকদিন অপেক্ষা করতে হবে। তবে এই সময় এমবাপেকে দলে ভেড়াতে রিয়াল অতিরিক্ত আত্মবিশ্বাসী বলে মনে করেন পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো।

চলতি ২০২১-২২ মৌসুম প্রায় শেষ হলেও এখনও পিএসজির সাথে চুক্তি নবায়ন করেননি কিলিয়ান এমবাপে। এই ঘটনায় অনেকেরই ধারণা মৌসুম শেষেই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি।

এছাড়াও বারবার চুক্তির প্রস্তাব দিয়ে নতুন করে সমঝোতায় আসতে পারছে না এমবাপে এবং পিএসজি। এই দুই ঘটনা ভালোভাবেই ফরাসি তারকার রিয়ালে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী করে তুলছে সবাইকে।

তবে রিয়ালের আত্মবিশ্বাস দেখে বেশ অবাক পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো। তিনি বলেন, “মাদ্রিদে সবাই তিন বছর থেকে ধরেই নিয়েছে এমবাপ্পে ওদের ওখানেই যাবে। আমার মনে হয় এমবাপ্পেকে দলে টানার ব্যাপারে রিয়াল মাদ্রিদ হয়তো একটু বেশিই নিশ্চিত!”

সবকিছু বিবেচনাতে এমবাপে শেষ পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়েই খেলবেন বলে মনে করেন লিওনার্দো। এছাড়াও তিনি জানান, এমবাপে এখনও নিজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।

বলেন, “সত্যি বলতে কি, ওর সঙ্গে আমাদের সব সময়ই আলোচনা হচ্ছে। আলাদা করে দোহায় ওর সঙ্গে কোনো সভা হয়নি। আমরা নিয়মিতই যোগাযোগ করছি, ও আমাদের সঙ্গে কথা বলছে। আমার মনে হয় ও এখনো ওর ভবিষ্যৎ নিয়ে ভাবছে। আমি এখনো বিশ্বাস করি, ওর এখানে থেকে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। ও চলেও যেতে পারে। কিন্তু ও ভাবছে এখন।”

এদিকে এমবাপে নিজেও জানিয়েছেন, এখনও ক্লাব ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তিনি। বলেন, “কিছুই বদলায়নি। তাই এখন এসব নিয়ে কথা বলার সময় আসেনি।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

শিরোপা জয়ে আলভেজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি

শিরোপা জয়ে আলভেজের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি

পিএসজি-রিয়ালের উপর ‘ঝুলে’ আছে এমবাপের সিদ্ধান্ত

পিএসজি-রিয়ালের উপর ‘ঝুলে’ আছে এমবাপের সিদ্ধান্ত

আগামী মৌসুমেও পিএসজিতে ‌‘থাকবেন’ লিওনেল মেসি

আগামী মৌসুমেও পিএসজিতে ‌‘থাকবেন’ লিওনেল মেসি

এক মৌসুমেই শেষ হচ্ছে রামোসের পিএসজি অধ্যায়

এক মৌসুমেই শেষ হচ্ছে রামোসের পিএসজি অধ্যায়