চেলসি ছাড়ছেন জার্মান ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৫ এপ্রিল ২০২২
চেলসি ছাড়ছেন জার্মান ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগার

বড় অঙ্কের নতুন চুক্তির প্রস্তাব পেয়েও ইংলিশ ক্লাব চেলসিতে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন জার্মান ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগার। তার ক্লাবে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন চেলসি বস টমাস টুখেল। তার ভবিষ্যত গন্তব্য স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ হতে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন ইংলিশ গণমাধ্যম।

চলতি ২০২১-২২ মৌসুমে শেষেই চেলসির সাথে রুডিগারের চুক্তির মেয়াদ শেষ হবে। এরপরেই ফ্রি এজেন্ট হয়ে পড়বেন তিনি। আর যে দলই তাকে দলে ভেড়াক না কেন, ফ্রি এজেন্ট হিসেবেই যোগ দিবেন এই জার্মান ডিফেন্ডার।

রুডিগারের দল ছাড়ার বিষয়টি নিশ্চিত হওয়া চেলসির জন্য বড় দুঃসংবাদই বটে। চেলসির রক্ষণের অন্যতম ভরসা এই জার্মান ডিফেন্ডারকে ধরে রাখতে না পেরে যারপরনাই হতাশ কোচ টমাস টুখেল।

তিনি বলেন, “সে আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ ফুটবলার। মৌসুমের শেষ পর্যন্ত তাই থাকবেন। এই মৌসুমের পর তাকে আমরা মিস করবো। এটা আমাদের জন্য হতাশাজনক। পরিস্থিতি যেমনই হোক সে ড্রেসিং রুমকে চাঙ্গা রাখতে পারতো।”

রুডিগারের ক্লাব ছাড়া বিষয়টি নিশ্চিতের ব্যাপারে বলেন, “পরিস্থিতি এমন যে সে ক্লাব ছাড়তে চায়। ব্যক্তিগতভাবে বিষয়টি আমাকে জানিয়েছে।”

রুডিগারকে দলে পেতে লড়াই চালাচ্ছে স্প্যানিশ দুই চিরপ্রতিন্দন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত হয়তো মাদ্রিদিস্তাদের ডেরাতেই দেখা মিলবে রুডিগারের।

বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যম জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের সাথে চুক্তির বিষয়ে মৌখিক আলোচনা সেরে রেখেছেন রুডিগার। এখন শুধু অপেক্ষা নতুন করে আনুষ্ঠানিকতার।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে চেলসিতে যোগ দেন রুডিগার। পাঁচ মৌসুমে চেলসির হয়ে ১২৬ খেলেছেন তিনি। এছাড়াও জাতীয় দলের ৫০ ম্যাচ খেলেছেন রুডিগার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর  


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন চুক্তিতে রাজি নন, চেলসি ছাড়তে পারেন রুডিগার

নতুন চুক্তিতে রাজি নন, চেলসি ছাড়তে পারেন রুডিগার

ম্যানইউ অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি

ম্যানইউ অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি

ম্যাচ হেরে নিজেদের মাঠকেই দুষছেন চেলসি কোচ টুখেল

ম্যাচ হেরে নিজেদের মাঠকেই দুষছেন চেলসি কোচ টুখেল

নতুন কোচ হিসেবে রিয়াল কিংবদন্তি রাউলকে চায় লিডস

নতুন কোচ হিসেবে রিয়াল কিংবদন্তি রাউলকে চায় লিডস