চেলসি থেকে ক্রিস্টেনসেনকে দলে ভেড়ালো বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ এএম, ০৫ জুলাই ২০২২
চেলসি থেকে ক্রিস্টেনসেনকে দলে ভেড়ালো বার্সেলোনা

ইংলিশ ক্লাব চেলসির ড্যানিশ ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে দলে ভেড়ানোর জন্য বেশ কয়েদিকন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলো স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। অবশেষে তাদের চেষ্টা সফল হয়েছে, ক্রিস্টেনসেন এখন বার্সেলোনার খেলোয়াড়।

ক্লাবের ওয়েবসাইটে ক্রিস্টেনসেনকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। ২০২১-২২ মৌসুমের শেষ দিকেই ক্রিস্টেনসেনের বার্সেলোনায় আসার গুঞ্জন শুরু হয়। ক্রিস্টেনসেন নিজেও বার্সেলোনায় আসার জন্য উদ্গ্রীব হয়ে ছিলেন। বার্সেলোনারও আগ্রহ ছিল তার প্রতি। অবশেষে দুই পক্ষের মুখেই হাসি ফুটেছে।

চলতি বছরের জুনে চেলসির সঙ্গে চুক্তি মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ক্রিস্টেনসেনের। ক্লাব থেকে চুক্তি নবায়নের প্রস্তাব দেওয়া হলেও বার্সেলোনার আশায় সে প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। ফলে ফ্রি ট্রান্সফারেই ডেনমার্কের এই ডিফেন্ডারকে দলে ভেড়ালো বার্সেলোনা।

২৬ বছর বয়সী এই সেন্টারব্যাকের জন্য বার্সেলোনা বাই আউট ক্লজ ধরেছে ৫০ কোটি ইউরো। অর্থাৎ বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ থাকাকালীন তাকে কোনো ক্লাব কিনতে চাইলে ৫০ কোটি ইউরো গুনতে হবে তাদের।

ডি ইয়ংকে বিক্রির ইচ্ছা নেই বার্সা সভাপতির

২০১৪ সালে চেলসির মূল দলে অভিষেক হয় ক্রিস্টেনসেনের। মাঝে ২০১৫ থেকে ২০১৭ সাল ধারে খেলেছেন জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখে।

ব্লুজদের হয়ে ১৬১ ম্যাচে মাঠে নেমেছেন ক্রিস্টেনসেন। এ সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন তিনি।

পিএসজিতে মেসি: ফার্গুসন বলেছিলেন ‘ভালো করতে পারবে না’

এর আগে একই দিনে আরও এক ফুটবলারকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে ফ্রি টান্সফারে ন্যূ ক্যাম্পে এসেছেন ফঁক কেসিয়েক। আপাতত তার সঙ্গে চার বছরের চুক্তি করেছে বার্সেলোনা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্লেমেন্ট লেংলেটকে বার্সেলোনা থেকে ধারে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

ক্লেমেন্ট লেংলেটকে বার্সেলোনা থেকে ধারে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

বিশ্বকাপ উপলক্ষে রাস্তায় আলাদা লেন করছে কাতার

বিশ্বকাপ উপলক্ষে রাস্তায় আলাদা লেন করছে কাতার

পারিবারিক কারণে ম্যানইউয়ের প্রথম অনুশীলন সেশনে নেই রোনালদো

পারিবারিক কারণে ম্যানইউয়ের প্রথম অনুশীলন সেশনে নেই রোনালদো

কাতার বিশ্বকাপ: ফাইনালের আগে ফ্যাশন শো আর কনসার্ট

কাতার বিশ্বকাপ: ফাইনালের আগে ফ্যাশন শো আর কনসার্ট