নুনেজের এক হালি গোলে লিভারপুলের বড় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২২ জুলাই ২০২২
নুনেজের এক হালি গোলে লিভারপুলের বড় জয়

প্রাক মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে শুরু করেছিল লিভারপুল। পরের দুই ম্যাচে জিতে জানান দিয়েছে, সঠিক পথেই রয়েছে তাদের প্রস্তুতি। তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে রীতিমতো গোলবন্যা দেখিয়েছে ইংলিশ ক্লাবটি। লাইপজিগের জালে জড়ানো পাঁচ গোলের চারটিই এসেছে নতুন রিক্রুট ডারউইন নুনেজের পা থেকে।

পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে লিভারপুলে আসা নুনেজের উপর ছিল প্রত্যাশার চাপ। মৌসুম শুরুর আগেই জানান দিয়েছেন, সমর্থকদের প্রত্যাশার চাপ পূরণ করতে প্রস্তুত তিনি।

বৃহস্পতিবার (২১ জুলাই) জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তারের চেষ্টায় ছিল অলরেডরা। তবে ছাড় দেয়নি লাইপজিগ। লিভারপুলের সাথে লড়াই করেছে সমানে সমান। 

সমানে সমান লড়াই হলেও ম্যাচের অষ্টম মিনিটে লিভারপুল সমর্থকদের উল্লাসে ভাসান মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। ফিরমিনহোর কাছ থেকে পাওয়া বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন তিনি।

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন নুনেজ। মাঠে নামার দুই মিনিটের মাথায় একক প্রচেষ্টায় ভাঙেন লাইপজিগের রক্ষণভাগ। দ্বিগুণ হয় লিভারপুলের ব্যবধান।

এর মিনিটে তিনেক পর আবারও এগিয়ে যায় লিভারপুল। এবারো দলটির হয়ে স্কোরশিটে নাম তোলেন ডারউইন নুনেজ। এবার অবশ্য একা নন, তাকে গোল করতে সহায়তা করেছেন আলেজান্ডার আরনল্ড।

ম্যাচের ৬৮তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন নুনেজ। শেষ মুহূর্তে আরেকটি গোল করে দলের ৫-০ গোলের জয়ের পাশাপাশি পূর্ণ করেন নিজের হালি।

দারুণ এই পারফর্মেন্সের পর এবার মৌসুমের শুরু থেকেই তার দিকেই চেয়ে থাকবে লিভারপুল সমর্থকরা। মানের সঠিক বদলি পাওয়া গেলো কি-না সেই আলোচনা হবে আরও পরে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

সালাহ’র সোরাটা এখনো বাকি: ক্লপ

সালাহ’র সোরাটা এখনো বাকি: ক্লপ

চুক্তি নবায়ন, লিভারপুলের ইতিহাসে সবচেয়ে বেশি বেতনভোগী সালাহ

চুক্তি নবায়ন, লিভারপুলের ইতিহাসে সবচেয়ে বেশি বেতনভোগী সালাহ

বেতন নয়, নতুন চ্যালেঞ্জ নিতেই বায়ার্নে মানে

বেতন নয়, নতুন চ্যালেঞ্জ নিতেই বায়ার্নে মানে

মিশরের জন্য সালাহ কিছুই করেনি: হাসান শেহতা

মিশরের জন্য সালাহ কিছুই করেনি: হাসান শেহতা