আগুয়েরোকে ছাড়িয়ে এখন শীর্ষে হ্যারি কেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ পিএম, ২০ আগস্ট ২০২২
আগুয়েরোকে ছাড়িয়ে এখন শীর্ষে হ্যারি কেন

কিংবদন্তি তকমা নিয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়েছিলেন সার্জিও আগুয়েরো। একই সাথে তার নামের পাশে প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও ছিল। তার ক্লাব ছাড়ার এক মৌসুম পেরোতেই এই রেকর্ড এখন হ্যারি কেনের দখলে।

শনিবার (২০ আগস্ট) গোল করতে না পারায় টটেনহ্যাম যখন দুয়োধ্বনি শুনছিল, তখনই ত্রাণকর্তা হয়ে দাঁড়িয়েছেন হ্যারি কেন। ওই গোলে স্পার্সদের খাদের কিনারা থেকে তোলার পাশাপাশি প্রিমিয়ার লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিকও এখন হ্যারি কেন।

টটেনহ্যামের যুব একাডেমি থেকে আসা হ্যারি কেনের ইংলিশ প্রিমিয়ার লিগের যাত্রাটা ছিল নরউইচ সিটির হয়ে। এছাড়াও খেলেছিলেন লেস্টার সিটির হয়ে। ২০১৩ ধারে বিভিন্ন ক্লাবে খেলে টটেনহ্যামে স্থায়ীভাবে ফেরত আসা ধীরে ধীরে নিজেকে পাকা করেছেন স্পার্সদের জার্সিতে।

লন্ডনের ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে ২৮৫ ম্যাচে করেছেন ১৮৫ গোল। ইভান পেরিসিচের মাথায় ছোয়ানো বলে জালে জড়িয়ে পিছনে ফেলেন সার্জিও আগুয়েরোকে। সিটিজেনদের জার্সিতে তার গোলসংখ্যা ছিল ১৮৪।

তিন নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি করেছিলেন ১৮৩ গোল। আর্সেনালের জার্সিতে ফরাসি তারকা থিয়েরি অঁরির গোল সংখ্যা ১৭৫ আর পঞ্চম স্থানে থাকা অ্যালান শিয়ারার করেছিলেন ১৪৮ গোল।

সার্জিও আগুয়েরোকে পিছনে ফেলার সাথে সাথে আরও দুইটি রেকর্ড নিজের করে নিয়েছেন হ্যারি কেন। স্পার্সদের জার্সিতে সব ধরনের প্রতিযোগীতা মিলে এটা ছিল তার ২৫০তম গোল। পাশাপাশি প্রিমিয়ার লিগে টটেনহ্যামের হাজারতম গোলও এসেছে তার পা থেকেই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

কেনের গোলে টটেনহ্যামের কষ্টার্জিত জয়

কেনের গোলে টটেনহ্যামের কষ্টার্জিত জয়

দোষ বেশি টুখেলের, জরিমানা হয়েছে কন্তেরও

দোষ বেশি টুখেলের, জরিমানা হয়েছে কন্তেরও

মাঠে ড্র, ডাগআউটে লাল কার্ড দেখলেন চেলসি ও টটেনহ্যামের কোচ

মাঠে ড্র, ডাগআউটে লাল কার্ড দেখলেন চেলসি ও টটেনহ্যামের কোচ

দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন

দ্য হানড্রেডে ক্রিকেট প্রতিভা দেখালেন ফুটবলার হ্যারি কেন