রিয়ালকে শিরোপা জিতিয়ে উয়েফার বর্ষসেরা বেনজেমা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৬ আগস্ট ২০২২
রিয়ালকে শিরোপা জিতিয়ে উয়েফার বর্ষসেরা বেনজেমা

চ্যাম্পিয়নস লিগ ও লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন করিম বেনজেমা। হয়ে উঠেছিলেন দলটির অন্যতম ভরসা। আগে থেকেই অনুমিত ছিল বেনজেমার হাতেই উঠতে যাচ্ছে উয়েফার বর্ষসেরা পুরষ্কার। হলোও তাই, সতীর্থ থিবো কোর্তোয়া ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনিকে পিছনে ফেলে সেরা ফুটবলার হয়েছেন বেনজেমা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে তুরস্কের ইস্তানবুলে বসেছিল চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান। সেখানেই পুরষ্কার বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরষ্কার। ক্যারিয়ারে প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন করিম বেনজেমা।

২০২১-২২ মৌসুমের প্রথম দিকে বেশ খারাপ অবস্থায় ছিল রিয়াল মাদ্রিদ। বেনজেমার একের পর এক দারুণ পারফর্মেন্সে ক্লাবটি ঘুরে দাঁড়াতে খুব একটা সময় নেয়নি।

রিয়াল মাদ্রিদকে রেকর্ড ১৪তম শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা বেনজেমার পা থেকে এসেছিল ১৫ গোল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও ছিলেন তিনি। ফলে সেরা খেলোয়াড়ের পাশাপাশি সেরা স্ট্রাইকারের পুরষ্কারটাও নিজের করে নিয়েছিলেন।

রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ ২০২১-২২ মৌসুমে মোট ৪৬ ম্যাচে ৪৪ গোল করেন করিম বেনজেমা। ফ্রান্সকে উয়েফা নেশনস কাপ জেতাতেও ছিল তার ভূমিকা। সেমি-ফাইনাল ও ফাইনালে তার পা থেকে আসে গোল। সব মিলিয়ে ক্যারিয়ারে সেরা সময় কাটানো ৩৪ বছর বয়সী এই ফুটবলারকেই সেরা মেনেছেন সবাই।

করিম বেনজেমা ছাড়াও এই রাতে পুরষ্কার পেয়েছেন নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। টানা দ্বিতীয়বারের নারী বিভাগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই বার্সা তারকা। বার্সেলোনার প্রথম নারী ফুটবলার টানা দুই পুরষ্কার জিতেছেন।

সর্বশেষ মৌসুমে বার্সেলোনা নারী দলকে তিনটি শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। সব প্রতিযোগীতা মিলিয়ে এই স্প্যানিয়ার্ডের পা থেকে এসেছিল মোট ৩৩ গোল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যাসেমিরোর পর অ্যাসেনসিওকে চায় ইউনাইটেড

ক্যাসেমিরোর পর অ্যাসেনসিওকে চায় ইউনাইটেড

রিয়ালে বাড়ছে বেনজেমার চুক্তির মেয়াদ

রিয়ালে বাড়ছে বেনজেমার চুক্তির মেয়াদ

ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

বিদায় বেলায় আবারও রিয়ালে ফেরার আশা ক্যাসেমিরোর

বিদায় বেলায় আবারও রিয়ালে ফেরার আশা ক্যাসেমিরোর