ইউনাইটেডে রোনালদোর থাকার নিশ্চয়তা দিচ্ছেন না টেন হাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৮ আগস্ট ২০২২
ইউনাইটেডে রোনালদোর থাকার নিশ্চয়তা দিচ্ছেন না টেন হাগ

মৌসুম শুরুর আগেই গুঞ্জন চাউর হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ডেরা ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। সব দলই তার প্রতি অনাগ্রহী হওয়ায় ইউনাইটেডের জার্সিতেই শুরু হয়েছে রোনালদোর নতুন মৌসুম। এমনকি ইউনাইটেড কোচ এরিক টেন হাগের কণ্ঠেও ছিল রোনালদো থাকবেন এমন সুর। হঠাৎই বদলেছে সেই সুর। টেন হাগ জানাচ্ছেন, রোনালদো থাকবেন, সেই নিশ্চয়তা নেই।

ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই চার ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চার ম্যাচের মাত্র একটিতে রোনালদোকে শুরুর একাদশে রেখেছিলেন কোচ টেন হাগ। তখন থেকেই ধারণা, হয়তো ইতি ঘটতে যাচ্ছে রোনালদোর ইউনাইটেড অধ্যায়।

রোনালদো থাকবেন কি-না সেই প্রশ্নের উত্তর দিতে নারাজ টেন হাগ। তবে তাকে নিয়েই যে পরিকল্পনা হচ্ছেন, সেটা জানান তিনি।

বলেন, “আমি বলতে পারবো না (রোনালদো থাকবেন কি-না)। আমরা তাকে নিয়ে পরিকল্পনা করছি।”

তিন দিন পরেই বন্ধ হবে গ্রীষ্মকালীন দল-বদল মৌসুম। দল ছাড়তে হলে এই সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে রোনালদোকে। একই সময়ের মধ্যেই ইউনাইটেডকে ভেড়াতে হবে রোনালদোর বদলি। সেটি নিয়েও সতর্ক আছেন টেন হাগ।

বলেন, “ যদি ভালো ফুটবলার থাকে, তাহলে আমরা ভেড়ানোর চেষ্টা করবো। স্কোয়াডের গভীরতা বাড়াতে হবে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো।”

এদিকে ক্লাবগুলো আগ্রহের তালিকায় এখনো নেই রোনালদোর নাম। এখন পর্যন্ত রোনালদোর প্রতি আগ্রহ ধরে রেখেছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি। শেষ পর্যন্ত ওইখানে যাবেন কি-না সেই সিদ্ধান্তটা নিতে হবে রোনালদোকেই। তবে পর্তুগিজ ক্লাবটিতে যোগ দিতে হলেও বেশ কাঠখড় পোড়াতে হবে। কারণ, তাকে দলে নিতে হলে স্পোর্টিং সিপিকে ঠিক করতে হবে নিজেদের অর্থনৈতিক ভারসাম্যের বিষয়টিও।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যানইউ’র বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিলো আয়্যাক্স

ম্যানইউ’র বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিলো আয়্যাক্স

ইউরোপা লিগে ইউনাইটেডের প্রতিপক্ষ রিয়ালকে হারানো তিরাসপোল

ইউরোপা লিগে ইউনাইটেডের প্রতিপক্ষ রিয়ালকে হারানো তিরাসপোল

ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

ক্যাসেমিরোর ইউনাইটেড যাত্রার পেছনে রয়েছে ভিন্ন চ্যালেঞ্জ

রোনালদো হাত না মেলানোয় ‘হতভম্ব’ লিভারপুল কিংবদন্তী

রোনালদো হাত না মেলানোয় ‘হতভম্ব’ লিভারপুল কিংবদন্তী