শিরোপা খরা কাটানোর সুবাস পাচ্ছে ম্যানইউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৬ জানুয়ারি ২০২৩
শিরোপা খরা কাটানোর সুবাস পাচ্ছে ম্যানইউ

দীর্ঘদিন কোনো শিরোপা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। এ বছর বেশ ছন্দে রয়েছে তারা। এমনকি ইংলিশ প্রমিয়ার লিগেও শিরোপার স্বপ্ন দেখছে ওল্ড ট্রাফোর্ডের দলটি। যদিও সর্বশেষ ম্যাচে শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে হেরে কিছুটা পিছিয়ে গেছে তারা।

বুধবার রাতে নিজেদের মাঠেও মানইউকে আটকাতে পারেনি নটিংহ্যাম ফরেস্ট। তাদের ৩-০ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল ম্যানইউ। আগামী বুধবার ফিরতি লেগ হবে ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। বড় কোনো অঘটন না ঘটলে সহজেই ফাইনালে ওঠার কথা টেন ম্যানইউ। আরেক ফাইনালিস্ট হবে সাউদাম্পটন কিংবা নিউক্যাসল।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় জয়ের পর গত সপ্তাহে প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ড্র করেছিল ম্যানইউ। পরের ম্যাচেই প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায়।

দুই ধাক্কা সামলে আবারও জয়ের ধারায় ফিরলো টেন হেগের দল। ম্যাচের প্রধমার্ধেই ২-০তে এগিয়ে যায় তারা। এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে বড় জয় নিশ্চিত করে।

রাশফোর্ড দুর্দান্ত ফর্মে আছেন। ম্যাচের শুরুতেই প্রায় একক প্রচেষ্টায় দারুন এক গোল করে দলকে এগিয়ে দেন রাশফোর্ড। ২০০৮-০৯ মৌসুমে কার্লোস তেভেসের (৬ গোল) পর ম্যানইউ'র প্রথম খেলোয়াড় হিসেবে লিগ কাপের এক আসরে পাঁচ বা তার বেশি গোল করলেন রাশফোর্ড। এই মৌসুমে তিনি এরই মধ্যে ১৮টি গোল করে ফেলেছেন। তবে বিশ্বকাপের পর দশ ম্যাচে কলেন দশ গোল।

তবে প্রথম গোল খাওয়ার পর পাল্টা আক্রমণে ম্যানইউকে কাঁপিয়ে দেয় স্বাগতিকরা। ২২ মিনিটে তারা একটি গোলও পেয়ে যায়। কিন্তু সামান্য ব্যবধানের কারণে অফসাইড হন স্যাম সারিজ। ম্যাচের ঠিক ৪৫ মিনিটে গোলরক্ষকের ফেরানো বলে আবার শট করে ব্যবধান দ্বিগুন করেন বেহর্স্ট।
এদিকে শেষ বাঁশি বাজার এক মিনিট আগে ব্যবধান ৩-০ করেন ফার্নান্দেস। এই জয়ে ২০১৭ সালের পর প্রথম কোনো ট্রফি জয়ের সম্ভাবনায় এ ধাপ এগিয়ে গেল ম্যানইউ।


স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

সেমিতে মুখোমুখি নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া ও স্পেন-ইতালি

সেমিতে মুখোমুখি নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া ও স্পেন-ইতালি

সুপার কাপের স্বত্ব হারালো রাশিয়ান শহর কাজান

সুপার কাপের স্বত্ব হারালো রাশিয়ান শহর কাজান

পর্তুগালের সাবেক কোচ সান্তোস এখন পোল্যান্ডের

পর্তুগালের সাবেক কোচ সান্তোস এখন পোল্যান্ডের

২০ বছরের আর্জেন্টাইন তরুণকে দলে নিল ম্যানসিটি

২০ বছরের আর্জেন্টাইন তরুণকে দলে নিল ম্যানসিটি