দুর্বল আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্তে হাসলো ব্রাজিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৮
দুর্বল আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্তে হাসলো ব্রাজিল

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিরান্ডার শেষ মুহূর্তের গোলে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। নেইমারের কর্নার থেকে ইনজুরি টাইমের তিন মিনিটে ইন্টার মিলানের এ সেন্টার-ব্যাক দারুন এক হেডে আর্জেন্টিনাকে পরাস্ত করেন।

খেলার পুরোটা সময়ই দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে মধ্য প্রাচ্যের সমর্থকরা প্রথমবার প্রিয় দুই দলের তারকাদের ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করেছে। যদিও ম্যাচটিতে আর্জেন্টিনাকে বেশ রক্ষণাত্মক কৌশল অবলম্বন করতে হয়েছে।

দীর্ঘ সময় ধরে ব্রাজিলই বেশি আক্রমণ করেছে। মিরান্ডার গোলের আগে ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। নেইমারের পাস থেকে ক্যাসেমিরোর ২৫ গজ দূরের জোড়ালো শট আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর কল্যাণে জালে প্রবেশ করেনি।

ম্যাচে যেখানে ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস, বার্সেলোনা ফিলিপ কুটিনহো, লিভারপুলের রবার্তো ফিরমিনোর পাশাপাশি নেইমারকে নিয়ে শক্তিশালী আক্রমনভাগ সাজিয়েছিলেন ব্রাজিলিয়ান কোচ তিতে, সেখানে আর্জেন্টাইন এ্যাটাক লিওনেল মেসির পাশাপাশি আরও কিছু তারকাদের অনুপস্থিতিতে বেশ দূর্বলই ছিল।

ব্রাজিলিয়ান ফুল-ব্যাক ফিলিপ লুইস বলেছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। কিন্তু আমাদের দল তাদের তুলনায় আজ ভালো ছিল। কারণ দীর্ঘদিন ধরেই আমরা একই ভিত্তিতে দল গঠন করে চলেছি। অন্যদিকে আর্জেন্টিনা দলে আমূল পরিবর্তন আনার পর্যায়ে রয়েছে।’

আর্জেন্টিনা দলে ছিলেন না ম্যানচেস্টার সিটির ইন-ফর্ম ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো, পিএসজি উইঙ্গার এ্যাঞ্জেল ডি মারিয়া ও এসি মিলান স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। গত চারটি প্রীতি ম্যাচেই দলের বাইরে রয়েছেন মেসি।

রাশিয়া বিশ্বকাপে শেষ ১৬’ থেকে বিদায়ের পরপরই মেসি নিজেই কিছুদিন জাতীয় দল থেকে বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের কোপা আমেরিকার আগে দলের বাইরে থেকে নিজেকে আবারও গুছিয়ে নেবার চেষ্টা করছেন এ সুপারস্টার।

১০৫তম আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আমেরিকার এ দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলো। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৪১টি, আর্জেন্টিনা ৩৮টি, ড্র হয়েছে ২৬টি ম্যাচ। দুই দল সর্বশেষ ২০১৭ সালের জুনে অস্ট্রেলিয়ায় এক প্রীতি ম্যাচে মোকাবেলা করেছিল। ম্যাচটিতে আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে। কিন্তু নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল সেলেসাওরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলার হিসেবেই পরিচিতি চান বোল্ট

ফুটবলার হিসেবেই পরিচিতি চান বোল্ট

নেইমারদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

নেইমারদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

সালাহ’র কর্নার কিক থেকে সরাসরি গোল (ভিডিও)

সালাহ’র কর্নার কিক থেকে সরাসরি গোল (ভিডিও)

লুকা মদ্রিচকে ছাড়তে অন্যরকম শর্ত রিয়ালের

লুকা মদ্রিচকে ছাড়তে অন্যরকম শর্ত রিয়ালের