ম্যানসিটিকে বিশ্বসেরা মনে করছেন লিভারপুল কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ এএম, ০৫ এপ্রিল ২০১৯
ম্যানসিটিকে বিশ্বসেরা মনে করছেন লিভারপুল কোচ

ফাইল ছবি

প্রিমিয়ার লিগে শীর্ষে ফিরেছে ম্যানচেস্টার সিটি। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুল। দলটির কোচ ইয়ুর্গেন ক্লপের মতে, এবার সম্ভাব্য চারটি শিরোপাই জেতার পথে সিটিজেনরা।

প্রিমিয়ার লিগে এক পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বরে ম্যানসিটি। এফএ কাপের সেমিফাইনালে তারা খেলবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী টটেনহাম হটস্পার। সব মিলিয়ে আরও তিনটি শিরোপা জেতার হাতছানি গত ফেব্রুয়ারি ইংলিশ লিগ কাপের চ্যাম্পিয়নদের সামনে।

পুরো মৌসুমে লিভারপুলের একমাত্র হার ম্যানসিটির কাছেই। এই প্রতিপক্ষকে এবার শক্তিশালী মনে করছেন ক্লপ, ‘আপনি যদি মাঠের বাইরে থেকে দেখেন, তাহলে মনে হতে পারে সিটি চারটির (ট্রফি) সবগুলো জিতবে এবং আমিও তেমনই ভাবি।’

এই মুহূর্তে সিটিজেনদের বিশ্বসেরা দলের মতো মনে হচ্ছে লিভারপুল কোচের, ‘এই মুহূর্তে বিশ্বসেরা দলের মতো লাগছে সিটিকে। কীভাবে! গত ম্যাচে বার্সেলোনা (ভিয়ারিয়ালের বিপক্ষে) বেশ ভুগেছে কিন্তু ঠিক তাদের কাজটা করেছে (৪-৪ গোলে ড্র)। ইতালিতে দারুণ জুভেন্টাস। কিন্তু ঠিক জানেন না চ্যাম্পিয়নস লিগে তারা কী করবে। সিটিসহ এই তিন দল চ্যাম্পিয়নস লিগের বড় ফেভারিট।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু গোল্ডকাপে সিলেট, বঙ্গমাতায় ময়মনসিংহ চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু গোল্ডকাপে সিলেট, বঙ্গমাতায় ময়মনসিংহ চ্যাম্পিয়ন

ভারতের কোচ হতে চান জিদানের কোচ

ভারতের কোচ হতে চান জিদানের কোচ

বঙ্গবন্ধুও ফুটবল খেলতেন: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুও ফুটবল খেলতেন: প্রধানমন্ত্রী

র‌্যাংকিংয়ে এগিয়েও ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ

র‌্যাংকিংয়ে এগিয়েও ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ