সালাহ-মানে দুর্দান্ত গোলে ম্যানসিটিকে হারিয়ে আবারও শীর্ষে লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২০ এএম, ১৫ এপ্রিল ২০১৯
সালাহ-মানে দুর্দান্ত গোলে ম্যানসিটিকে হারিয়ে আবারও শীর্ষে লিভারপুল

ছবি : পিএ

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াই জমিয়ে তুলেছে জার্গেন ক্লপের লিভারপুল এবং পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। সন্ধ্যায় শীর্ষে ওঠা ম্যানচেস্টার সিটিকে হটিয়ে মাত্র ২ ঘণ্টা পর শীর্ষস্থান দখল করে নিয়েছে লিভারপুল।

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যার ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠে সিটি। তবে রাতের ম্যাচে শক্ত প্রতিপক্ষ চেলসিকে অ্যানফিল্ডে ২-০ গোলে হারিয়ে আবারও শীর্ষস্থান দখলে নিয়েছে অল রেডসরা।

দলকে শীর্ষে তুলে দেওয়া এ জয়ে গোল করেছেন লিভারপুলের দুই ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও সাদিও মানে। দু’টি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটের ব্যবধানে।

প্রথমার্ধে গোলশূন্য থাকে দু;দলই। দ্বিতীয়ার্ধে সালাহ-মানে জুটি প্রতিপক্ষের রক্ষণকে কাঁপিয়ে দেয়। শুরুটা করেন সাদিও মানে। ৫১তম মিনিটে হালকা ক্লিপে ব্যাক পোস্টে বল পাঠিয়ে দেন লিভারপুলের অধিনায়ক ও সেন্টার মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। গোলবারের একদম সামনে থাকা মানে অমন সুযোগ হেলায় মিস করেননি। সহজ এক হেডে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এ ফরোয়ার্ড।

সতীর্থ মানের গোল পাওয়ার মাত্র ২ মিনিট পর অসাধারণ এক স্ট্রাইকে গোল করেন সালাহ। ডাচ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের দারুণ এক পাস ক্ষিপ্রতার সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে ২৫ গজ দূরে থেকে দূরের পোস্ট লক্ষ্য করে অবিশ্বাস্য এক শট নেন মিশরীয় তারকা। শট ঠেকানোর কোনো সুযোগই পাননি কেপা।

এ জয়ে ম্যানচেস্টার সিটিকে হটিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। ৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট লিভারপুলের আর এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে সিটি। অন্যদিকে চারে থাকা চেলসির পয়েন্ট ৩৪ ম্যাচে ৬৬।


শেয়ার করুন :


আরও পড়ুন

পগবার জোড়া গোলে ম্যানচেস্টারের জয়

পগবার জোড়া গোলে ম্যানচেস্টারের জয়

উয়েস্কার বিপক্ষে তারকাশূন্য বার্সার গোলশূন্য ড্র

উয়েস্কার বিপক্ষে তারকাশূন্য বার্সার গোলশূন্য ড্র

ফরাসি কাপের ফাইনালে দেখা যেতে পারে নেইমারকে

ফরাসি কাপের ফাইনালে দেখা যেতে পারে নেইমারকে

হুয়েস্কার বিপক্ষে বিশ্রামে মেসি

হুয়েস্কার বিপক্ষে বিশ্রামে মেসি