ম্যানইউ বাধা অতিক্রম করে শীর্ষে ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১১ এএম, ২৫ এপ্রিল ২০১৯
ম্যানইউ বাধা অতিক্রম করে শীর্ষে ম্যানসিটি

ছবি : গার্ডিয়ান

প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার মিশনে বড় বাধা অতিক্রম করলো ম্যানচেস্টার সিটি। ঐতিহ্যের ডার্বি ম্যাচে ম্যানচেস্টার উইনাইটেডকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরেছে পেপ গার্দিওলার দল।

বুধবার (২৪ এপ্রিল) রাতে ওল্ড ট্রাফোর্ডের ম্যাচে ওলে গানার সুলশারের দলকে ২-০ গোলে হারায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধে গোল করেন বের্নার্দো সিলভা ও লেরয় সানে।

অন্যদিকে এ পরাজয়ে শীর্ষ চারে থেকে লিগ শেষ করা কঠিন হয়ে পড়লো প্রতিযোগিতার সবচেয়ে ঐতিহ্যবাহী দল ইউনাইটেডের। এখন তাদের ভাগ্য নির্ভর করছে অন্য দলের জয-পরাজয়ের উপর।

আক্রমণ আর পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে গার্দিওলার কপাল থেকে ভাজ সরান সিলভা। দারুণ এক দলীয় আক্রমণে ইলকাই গন্ডোয়ানের কাছ থেকে বল পেয়ে গোলরক্ষক ডেভিড ডি হেয়াকে পরাস্ত করেন পর্তুগিজ মিডফিল্ডার। এবারের লিগে এটি তার ৮ম গোল।

৬৬তম মিনিটে আবারও ডি হেয়ার ভুলে ব্যবধান দ্বিগুণ করেন সানে। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত পাল্টা আক্রমণে কাছের পোস্টে দূরপাল্লার শট নেন কিছুক্ষণ আগেই বদলি নামা জার্মান ফরোয়ার্ড। বল ডি হেয়ার হাতের নিচ দিয়ে জালে জড়ায়।

লিগে শেষ ছয় ম্যাচে ইউনাইটডের এটি চতুর্থ হার। অন্যদিকে একই দিনে উলভারহাম্পটনের মাঠে ৩-১ গোলে উড়ে গিয়ে শীর্ষ চারে থেকে লিগ শেষ করার ভাগ্য অন্যের হাতে তুলে দিয়েছে আর্সেনালও।

লিগে আর বাকি তিনটি করে ম্যাচে। ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি, এক পয়েন্ট পিছিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে লিভারপুল। ৭০ পয়েন্ট নিয়ে তিনে টটেনহাম হটস্পার। চারে থাকা চেলসির পয়েন্ট ৬৭। এক পয়েন্ট পিছিয়ে পাঁচে আর্সেনাল আর ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরের রয়েছে ম্যান ইউ।


শেয়ার করুন :


আরও পড়ুন

মাত্র ৩০ মিনিটেই বিক্রি পিএসজি’র টি-শার্ট

মাত্র ৩০ মিনিটেই বিক্রি পিএসজি’র টি-শার্ট

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার জয়, শিরোপার দ্বারপ্রান্তে

প্রতিপক্ষের মাঠে বার্সেলোনার জয়, শিরোপার দ্বারপ্রান্তে

যুক্তরাষ্ট্র সফরে যাবে লিভারপুল

যুক্তরাষ্ট্র সফরে যাবে লিভারপুল

খেলা শুরুর ৭.৬৯ সেকেন্ডেই গোল!

খেলা শুরুর ৭.৬৯ সেকেন্ডেই গোল!