নেইমারকে নিয়ে টানাটানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ এএম, ৩০ জুলাই ২০১৯
নেইমারকে নিয়ে টানাটানি

পিএসজির কোচ টমাস টাখেলকে নেইমার আগেই জানিয়েছেন এই ক্লাব ছাড়তে চান তিনি। সাবেক ক্লাব বার্সেলোনা নেইমারের বিষয়ে আগ্রহও দেখিয়েছে। কিন্তু দুইয়ের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে পিএসজি। নেইমারকে ছাড়তে এখনও রাজি হয়নি ক্লাবটি। আবার ছাড়লেও যে অর্থ তারা চেয়ে বসছে বার্সেলোনা আবার সেটি দিতে রাজি না। কাতালানরা অন্য যেসব শর্ত দিচ্ছে সেগুলোও পাত্তা পাচ্ছে না। তবে পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি মনে করেন, নেইমার যেতে চাইলে তাকে ধরে রাখা ক্লাবের ঠিক হবে না।

আরএমসি স্পোর্টসকে ভেরাত্তি বলেন, 'যখন কোন খেলোয়াড় নিজ থেকে ক্লাব ছাড়তে চান, ক্লাবের উচিত তাকে যাওয়ার সুযোগ করে দেওয়া। ক্লাবের উচিত সেভাবেই শর্তারোপ করা। ক্লাব ছাড়তে চাওয়া কোন খেলোয়াড়কে অবশ্যই ধরে রাখা ঠিক নয়। নেইমার চলে গেলে আমি হতাশ হবো। ব্যক্তিগতভাবে আমি চাই সে ক্লাবেই থাকুক। তাই বলে তাকে জোর করে ধরে রাখার পক্ষে আমি না।'

ভেরাত্তির কথা হলো- 'নেইমারের মুখ থেকে আমি কখনো শুনিনি, সে ক্লাব ছাড়তে চাই। তবে ক্লাবকে সে কি বলেছে আমি জানি না।'

নেইমারের সাথে পিএসজির সম্পর্ক শুরু ২০১৭ সালে। ওই্ছরই তিনি বার্সেলোনা ছেড়ে এসেছিলেন এই ক্লাবে। প্যারিসের দলটি চ্যাম্পিয়নস লিগ জয়ের আশায় নেইমারকে দলে টেনেছিল। কিন্তু বাধ সাথে ইনজুরি। দু'বার ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলতে পারেননি নেইমার। সব মিলিয়ে নেইমার যে খুব একটা খুশি নন তা বোঝা যায়। এরই মধ্যে গুঞ্জন রয়েছে নেইমারকে ফেরাতে চায় বার্সেলোনা।

 


শেয়ার করুন :


আরও পড়ুন

নাপোলির কাছে বিধ্বস্ত লিভারপুল

নাপোলির কাছে বিধ্বস্ত লিভারপুল

অ্যাথলেটিকোর কাছে ৭-৩ গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

অ্যাথলেটিকোর কাছে ৭-৩ গোলে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

রিয়ালের ইনজুরি তালিকায় নিয়ে চিন্তিত জিদান

রিয়ালের ইনজুরি তালিকায় নিয়ে চিন্তিত জিদান

রিয়ালের ইনজুরি তালিকায় এবার মেন্ডি

রিয়ালের ইনজুরি তালিকায় এবার মেন্ডি