স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ এএম, ১৩ জানুয়ারি ২০২০
স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

আক্রমণ-পাল্টা আক্রমণে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না কোন দল। নির্ধারিত সময় গড়িয়ে অতিরিক্ত সময়েও সেই একই ফলাফল। শেষ পর্যন্ত হার-জিত নির্ধারণে যেতে হয় টাইব্রেকারে। সেখানেই অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে জিনেদিন জিদানের দল রিয়াল মাদ্রিদ।

রোববার রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে টাইব্রেকারে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-১ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

ভাগ্য পরীক্ষার শুটআউটে চারটি শট নিয়ে প্রতিটিতেই গোল করে স্প্যানিশ জায়ান্টরা। একে একে নিশানা খুঁজে নেন দানি কারভাহাল, রদ্রিগো, লুকা মদ্রিচ ও সার্জিও রামোস।
sportsmail24
অন্যদিকে অ্যাথলেটিকোর প্রথম শটটি নিতে গিয়ে হতাশ করেন সাউল নিগেস। এরপর থমাসের শটটিও আটকে দেন থিবো কোর্তোয়া। এরপর কিরান ট্রিপিয়ার গোল করলেও লাভ হয়নি।

এ জয়ে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের কোচ হয়ে প্রথম শিরোপার দেখা পেলেন জিদান। ফরাসি এ কিংবদন্তি ফুটবলারের কোচিংয়ে দশম শিরোপা ট্রফি জিতলো রিয়াল মাদ্রিদ।
sportsmail24
মূল খেলায় গোল না পেলেও ম্যাচের পুরোটা সময় জুড়েই রিয়ালের দাপট ছিল। গোলের খেলা ফুটবলে কোন দলই সেই গোলের দেখা পাচ্ছিল না। শেষে টাইব্রেকারে জয় ধরা দেয় রিয়ালের।


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিদের মাস্টার পরিবর্তন করতে চাচ্ছে বার্সেলোনা

মেসিদের মাস্টার পরিবর্তন করতে চাচ্ছে বার্সেলোনা

পাঁচ মিনিটেই বার্সার সব শেষ, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

পাঁচ মিনিটেই বার্সার সব শেষ, ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ

সেইন্ট-এতিয়েনকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে সেমিফাইনালে পিএসজি

সেইন্ট-এতিয়েনকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে সেমিফাইনালে পিএসজি

লুকাকুর জোড়া গোলে শীর্ষে ইন্টার মিলান

লুকাকুর জোড়া গোলে শীর্ষে ইন্টার মিলান