বর্ণবাদ বেড়েছে ইংলিশ ফুটবলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৮
বর্ণবাদ বেড়েছে ইংলিশ ফুটবলে

ফাইল ফটো

ইংলিশ ফুটবলে বর্ণবাদ ও সমকামীতা ক্রমেই বাড়ছে বলে একটি পর্যবেক্ষণ সংস্থার রিপোর্টে বলা হয়েছে। কিক ইট আউট নামের সংস্থাটি তাদের মধ্য সেশনের রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ২০১৭ সালের শেষ নাগাদ ২৮২টি মামলার বিপরীতে ৩০০টিরও বেশি রিপোর্ট তাদের হস্তগত হয়েছে। যা আগের মৌসুমের চেয়ে ৫৯টি বেশি। ওই মৌসুমে এমন ঘটনা ঘটেছিল ১৭৭টি।

পেশাদার এবং আধা পেশাদার খেলায়াড়ের চিত্র বেশি ভয়াবহ। উল্লেখিত সংখ্যার মধ্যে ১৩১টি অভিযোগই জাতীয় লিগ ও এর উপরের সারির ম্যাচে। যা আগের মৌসুমের চেয়ে ৭৫ শতাংশ বেশি।

এসব ঘটনার অর্ধেকেরও বেশি বর্ণবাদী। প্রতি ৫টি ঘটনার একটি সমকামিতা নিয়ে ঘটেছে এবং ১০টির একটি ভাষাগত বিরোধ থেকে।


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারকে রিয়ালে দেখতে চান রোনালদো

নেইমারকে রিয়ালে দেখতে চান রোনালদো

অস্ট্রেলিয়ায় খেলবে চেলসি

অস্ট্রেলিয়ায় খেলবে চেলসি

রিয়ালের বিপক্ষে পিএসজি ফেবারিট

রিয়ালের বিপক্ষে পিএসজি ফেবারিট

এফএ কাপে টটেনহ্যামের জয় উৎসব

এফএ কাপে টটেনহ্যামের জয় উৎসব