অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো লা লিগা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৩ মার্চ ২০২০
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো লা লিগা

করোনার আক্রমণে আলোকোজ্জ্বল পৃথিবীটার চারিদিকে ধেয়ে আসছে অন্ধকার। করোনাভাইরাসের কালো থাবায় নুইয়ে পড়েছে ক্রীড়াজগত। করোনাভাইরাসের প্রকোপে শুরুর দিকে ২ সপ্তাহের জন্য লা লিগা পিছানো হলেও এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।

সোমবার (২৩ মার্চ) বিকালে এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে যে, করোনাভাইরাসের ছোবল থেকে স্পেন পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত এই লিগ স্থগিত থাকবে। সেটা একমাস বা কয়েকমাসও হতে পারে।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কবলে পড়েছে স্পেন। এখন পর্যন্ত দেশটিতে ৩০ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছে। প্রায় দুই হাজারের কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছে এই ভয়ানক ভাইরাসের শিকার হয়ে। এই ভাইরাস থেকে বাঁচতে স্পেনের প্রধানমন্ত্রী কঠোরভাবে সারাদেশ লকডাউন ঘোষণা করেছেন।

এরআগে করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে চ্যাম্পিয়নস লিগ, ইপিএলের মত টুর্নামেন্ট গুলো। শুধু ফুটবলই নয় স্থগিত আছে বিভিন্ন দেশের সিরিজ ও বিভিন্ন টুর্নামেন্ট। আর এদিকে স্থগিত করার আলোচনা হচ্ছে বিগেস্ট শো অন আর্থ টোকিও অলিম্পিকের ৩২তম আসর নিয়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলে থেমে আছে দলবদল, বাড়ছে অনিশ্চয়তা

ফুটবলে থেমে আছে দলবদল, বাড়ছে অনিশ্চয়তা

বাফুফের নির্বাচনে প্রতিনিধি পাঠাবে না ফিফা-এএফসি

বাফুফের নির্বাচনে প্রতিনিধি পাঠাবে না ফিফা-এএফসি

করোনা থেকে বাঁচতে সড়কে প্রাণ হারালেন জর্জ

করোনা থেকে বাঁচতে সড়কে প্রাণ হারালেন জর্জ

করোনায় আক্রান্ত পাওলো মালদিনি ও তার ছেলে

করোনায় আক্রান্ত পাওলো মালদিনি ও তার ছেলে