এফএ কাপের নতুন সূচি ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৬ পিএম, ৩০ মে ২০২০
এফএ কাপের নতুন সূচি ঘোষণা

করোনাভাইরাসের কারণে মার্চ থেকে ইংল্যান্ডে স্থগিত হয়ে আছে সকল খেলাধুলা। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের মত স্থগিত হয় এফএ কাপও। ইপিএলের পর এবার শুরু হচ্ছে এফএ কাপ।

তবে বর্তমান পরিস্থিতিতেও ১৭ জুন থেকে শুরু হচ্ছে ইপিএল, সেখানে এফএ কাপ কেন নয়! এমন প্রশ্ন ছুঁড়ে দেয় এফএ কাপ কর্তৃপক্ষ। আর তাই তো এফএ কাপের নতুন সূচি ঘোষণা করলো লিগ কর্তৃপক্ষ।

সূচি অনুযায়ী আগামী ২৭ ও ২৮ জুন এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল অনুষ্ঠিত হবে। ১১ ও ১২ জুলাই হবে সেমিফাইনাল এবং ১ আগস্ট হবে ফাইনাল। ভেন্যু ও ম্যাচ শুরুর সময় জানায়নি এফএ কাপ কর্তৃপক্ষ।

এফএ’র প্রধান নির্বাহী মার্ক বালিংহাম জানান, ইপিএল পুনরায় শুরু হচ্ছে। এফএ কাপ শুরু হওয়া প্রয়োজন। সকল নিরাপত্তা বজায় রেখেই ম্যাচগুলো আয়োজন করা হবে।

করোনাভাইরাসের আগে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল হওয়ার সূচি ছিল ৯ মার্চ। শেষ আটের লড়াইয়ে প্রতিপক্ষ ছিল, লেস্টার সিটি-চেলসি, নিউক্যাসল ইউনাইটেড-ম্যানচস্টোর সিটি, শেফিল্ড শিল্ড-আর্সেনাল এবং নওরিচ সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিকে ইপিএলের শুরু দিনে ১৭ জুন মাঠে গড়াবে দুইটি ম্যাচ। যেখানে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে শেফিল্ড ইউনাইটেড।আর অন্য একটি ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। আর বাকি ম্যাচগুলোর সূচি খুব শীগ্রই প্রকাশ করবে

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দামী ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ

দামী ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ

মাঠে খেলা দেখতে পারবে পোল্যান্ডের ফুটবলপ্রেমিরা

মাঠে খেলা দেখতে পারবে পোল্যান্ডের ফুটবলপ্রেমিরা

প্রতিদিনই মাঠে গড়াবে লা লিগার ম্যাচ

প্রতিদিনই মাঠে গড়াবে লা লিগার ম্যাচ

১৭ জুন মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

১৭ জুন মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ