মাঠে খেলা দেখতে পারবে পোল্যান্ডের ফুটবলপ্রেমিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৬ এএম, ৩০ মে ২০২০
মাঠে খেলা দেখতে পারবে পোল্যান্ডের ফুটবলপ্রেমিরা

স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থেকে দর্শকদের খেলা দেখার অনুমতি দিল পোল্যান্ড সরকার। তবে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ২৫ শতাংশ দর্শক গ্যালারিতে প্রবেশ করতে পারবে।

এক বিবৃতিতে পোল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়, ১৯ জুন থেকে স্টেডিয়ামের গ্যালারিতে বসে ফুটবল উপভোগ করতে পারবে পোল্যান্ডের ফুটবলপ্রেমিরা।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মরাভিয়েৎস্কি বলেছেন, মাঠে ফুটবল দেখতে হলে অনেক নিয়ম-কানুন মানতে হবে। করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে ধারণক্ষতার ২৫ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবে। পাশাপাশি মানতে হবে সকল স্বাস্থ্য বিধি।

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে স্থগিত হয় পোল্যান্ডের প্রিমিয়ার লিগ। ২০১৯-২০ মৌসুমে চার রাউন্ডের খেলা বাকি ছিল। তবে শনিবার (৩০ মে) থেকে সেটি আবারও শুরু হচ্ছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১৭ জুন মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

১৭ জুন মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ

প্রতিদিনই মাঠে গড়াবে লা লিগার ম্যাচ

প্রতিদিনই মাঠে গড়াবে লা লিগার ম্যাচ

দামী ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ

দামী ক্লাবের শীর্ষে রিয়াল মাদ্রিদ

পিছিয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে ‘থাকছে’ দর্শকের উপস্থিতি

পিছিয়ে যাওয়া ফ্রেঞ্চ ওপেনে ‘থাকছে’ দর্শকের উপস্থিতি