আবারও অবনমন ঝুঁকিতে ওয়ার্ডার ব্রেমেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৬ এএম, ০৬ জুন ২০২০
আবারও অবনমন ঝুঁকিতে ওয়ার্ডার ব্রেমেন

করোনাকে হার মানিয়ে মাঠে ফেরা বুন্দেসলিগায় ২ মে (বুধবার) এইন্ট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে নিজ মাঠে ০-৩ গোলে হার মেনেছে ওয়ার্ডার ব্রেমেন। এর ফলে আবারও অবনমনের সঙ্গে লড়াইয়ে নামতে হচ্ছে ওয়ার্ডার ব্রেমেনকে।

লিগে ব্রেমেন অন্য যেকোন ক্লাবগুলোর তুলনায় বেশি সময় পার করলেও এখনও ক্লাবটি তলানীর দ্বিতীয় অবস্থানে থেকে সংগ্রাম করছে। আসরে আর মাত্র ছয়টি ম্যাচ হাতে রয়েছে তাদের। এইন্ট্রাক্টের কাছে ওই হারের কারণে তারা নিরাপদ অবস্থান থেকে আরও তিন পয়েন্ট নিচে নেমে গেছে। একই সঙ্গে অবনমনের শঙ্কায়ও নিমজ্জিত হয়েছে চরমভাবে।

ওই ম্যাচে প্রথমার্ধ গোল খরায় কাটলেও দ্বিতীয়ার্ধে অর্থাৎ ম্যাচের ৬১ তম মিনিটে সেটি কাটাতে সক্ষম হন আন্দ্রে সিলভা। এরপর শেষভাগে সফরকারী দলের হয়ে আরও দুটি চমৎকাল গোল করেন স্টেফান ইলশঙ্কর। এ জয়ের ফলে পয়েন্ট তালিকার ১১তম অবস্থানে ওঠে গেছে সফরকারীরা।

ম্যাচের প্রথমার্ধ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও দ্বিতীয়ার্ধের খেলাটি ছিল একপেশে। যদিও বিরতির মাত্র ৯ মিনিট আগে একটি হ্যান্ডবলের কল্যাণে পেনাল্টি পেয়েছিল স্বাগতিক ব্রেমেন। কিন্তু দীর্ঘ সময় ধরে ভিএআর প্রযুক্তি পর্যবেক্ষণ শেষে স্বাগতিক মিডফিল্ডার ড্যাভি ক্লাসেনের অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১ মিনিটের সময় সিলাভার গোলে এগিয়ে যায় সফরকারী এইন্ট্রাক্ট। ম্যাচের ৮১ ও ৯০ মিনিটে পরপর দুই গোল দিয়ে জয়ের ব্যবধান বড় করেন স্টেফান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বদলি ফুটবলারের সংখ্যা বাড়ালো প্রিমিয়ার লিগ

বদলি ফুটবলারের সংখ্যা বাড়ালো প্রিমিয়ার লিগ

রাশিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচের সূচি প্রকাশ

রাশিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচের সূচি প্রকাশ

মাঠে ফেরার অপেক্ষায় এশিয়ান ফুটবল

মাঠে ফেরার অপেক্ষায় এশিয়ান ফুটবল

ইনজুরিতে মেসি, মাঠে ফেরা নিয়ে শঙ্কা

ইনজুরিতে মেসি, মাঠে ফেরা নিয়ে শঙ্কা