ইনজুরিতে মেসি, মাঠে ফেরা নিয়ে শঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ এএম, ০৫ জুন ২০২০
ইনজুরিতে মেসি, মাঠে ফেরা নিয়ে শঙ্কা

ফাইল ছবি

করোনাভাইয়ারসের বাঁধা পেড়িয়ে ১১ জুন থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে স্থগিত থাকা স্প্যানিশ লা লিগা। আর তাই পুরোদমে অনুশীলন শুরু করেছে ক্লাবগুলো। এরই মাঝে অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

বুধবার (৩ জুন) বার্সেলোনার অনুশীলনে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। অ্যাবডাক্টর মাসলে চোটের কারণে দলীয় অনুশীলনে যোগ দেননি কাতালান অধিনায়ক। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, পাঁজরের চোটে পড়েছেন তিনি। বৃহস্পতিবার এমআরআই স্ক্যানে জানা যাবে আসল অবস্থাটা।

মেসির চোট কতটা শঙ্কাজনক সেটা জানায়নি বার্সেলোনা। ক্লাবের পক্ষে স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে জানানো হয়েছে, ক্লাব ইতিবাচক আছে তার বিষয়ে। তাদের আশা সময়মতই সুস্থ হয়ে উঠবেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

এখন আপাতত জিমেই কাজ করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এদিকে ১৩ জুন ফেরার প্রথম ম্যাচে রিয়াল মার্য়োকার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। শঙ্কা থাকছে তার মাঠে নামা নিয়ে।

বৃহস্পতিবার (৪ জুন) একদিনের জন্য অনুশীলনে বিশ্রাম দিয়েছে বার্সেলোনা। তবে শুক্রবার (৫ জুন) থেকে পুনরায় অনুশীলন শুরু করবে লা লিগা চ্যাম্পিয়নরা। ক্লাবটির ওয়েবসাইট জানানো হয়েছে দ্রুতই মেসির ফিটনেস বিষয়ে আপডেট দেয়া হবে।

করোনার কারণে লা লিগা বন্ধ হওয়ার আগে ১৯ গোল নিয়ে লিগে গোলদাতার তালিকায় শীর্ষে মেসি। ১৪ গোল নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবলে শেষ হতে যাওয়া সবধরনের চুক্তি নিয়ে সমস্যা

ফুটবলে শেষ হতে যাওয়া সবধরনের চুক্তি নিয়ে সমস্যা

নির্বাসিত জীবন শেষে কোচের দায়িত্বে ফিরছেন পাপিন

নির্বাসিত জীবন শেষে কোচের দায়িত্বে ফিরছেন পাপিন

ইউক্রেনের এক ক্লাবের ২৫ জন করোনায় আক্রান্ত

ইউক্রেনের এক ক্লাবের ২৫ জন করোনায় আক্রান্ত

করোনার আক্রান্ত বার্সেলোনার পাঁচ ফুটবলার!

করোনার আক্রান্ত বার্সেলোনার পাঁচ ফুটবলার!