শত বছর পর অলিম্পিক গলফে স্বর্ণ পেল যুক্তরাষ্ট্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ এএম, ০২ আগস্ট ২০২১
শত বছর পর অলিম্পিক গলফে স্বর্ণ পেল যুক্তরাষ্ট্র

সময়ের হিসাবে ১০০ বছরেরও অধিক! ১০০ বছরেরও বেশি সময় পর অলিম্পিকের গলফ ইভেন্টে স্বর্ণের দেখা পেলো যুক্তরাষ্ট্র। ররি সাবাতিনিকে হারিয়ে রোববার (১ আগস্ট) যুক্তরাষ্ট্রকে এ সম্মান এনে দেন জ্যান্ডার শাফোলে। শাফোলের স্বর্ণ জয়ের দিনে রুপা জিতেন স্লোভাকিয়ার সাবাতিনি।

সর্বশেষ ১৯০৪ সালে অলিম্পিকের গলফ ইভেন্টে স্বর্ণ জিতেছিল যুক্তরাষ্ট্র। অবশ্য সেই ইভেন্টের পর ১০০ বছর অলিম্পিকে গলফ ইভেন্ট ই ছিলো না। ২০১৬ সালে আবারও রি ডি জেনেইরো অলিম্পিকে ফিরে গলফ। আর গত আসরে এ ইভেন্টে সেরা হয়েছিল জাস্টিন রোজ।

অসামান্য কীর্তি গড়ার পর শ্যাফোলের মনে পড়ছে বাবা স্তেফানের কথা। সাবেক এই ডেকাথলেটেরও স্বপ্ন ছিল জার্মানির হয়ে অলিম্পিকে অংশ নেয়ার। কিন্তু ৪০ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার এক চোখ নষ্ট হয়ে গেলে সে স্বপ্ন ভেঙে যায়।

বাবাকে স্মরণ করে স্বর্ণ জয়ী শাফোলে বলেন, 'আমার বাবার স্বপ্ন ছিল অলিম্পিকে সেরা হওয়ার। কিন্তু সড়ক দুর্ঘটনায় আচমকাই সব শেষ হয়ে যায়। বাবার জন্যই আমি জিততে চেয়েছিলাম।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

অলিম্পিক টেনিসে সোনা জিতলো জেরেভ

অলিম্পিক টেনিসে সোনা জিতলো জেরেভ

ক্রিকেট বিশ্বকাপের পর অলিম্পিক মাতাচ্ছেন আইরিশ নারী ক্রিকেটার এলেনা

ক্রিকেট বিশ্বকাপের পর অলিম্পিক মাতাচ্ছেন আইরিশ নারী ক্রিকেটার এলেনা

টোকিও অলিম্পিকের প্রথম ডোপ টেস্টে ধরা নাইজেরিয়ান ওয়াগবারে

টোকিও অলিম্পিকের প্রথম ডোপ টেস্টে ধরা নাইজেরিয়ান ওয়াগবারে

ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত

ইসরাইলী প্রতিপক্ষকে বয়কট করা নুরিন দেশে ফিরে ভালোবাসায় সিক্ত