রংপুর সেনানিবাসের গলফ ক্লাব গ্রাউন্ডে আয়োজিত দুই দিনব্যাপী ‘এসকেএস কাপ গলফ টুর্নামেন্ট-২০১৮’ শেষ হয়েছে। শনিবার রাতে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ টুর্নামেন্ট শেষ হয়।
সেনা কল্যাণ সংস্থা (এসকেএস) এর পৃষ্টপোষকতায় আয়োজিত উক্ত টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক পুরুষ, মহিলা, জুনিয়র ও সাব-জুনিয়র বিভাগে অংশগ্রহণ করেন।
পুরুষ বিভাগে মেজর মুহিত চ্যাম্পিয়ন এবং মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সরোয়ার রানার আপ এবং মেজর আশরাফ ২য় বেস্ট গ্রস গ্রস পুরস্কার লাভ করেন।
লে. কর্নেল মামুন ২য় রানার আপ এবং ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর ৩য় বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন। কর্নেল মো. সামসুল আরেফিন ৩য় রানার আপ, ডা. জাবেদ ম্যাক্সিমাম পার, মি. এনামুল হক সোহেল লংগেস্ট ড্রাইভ এবং কর্নেল নুরুল হুদা নিয়ারেস্ট টু পিন পুরস্কার লাভ করেন।
মহিলা বিভাগে বিজয়ী হন রুপা মশিউর এবং নাসরিন হক ববি বেস্ট গ্রস পুরস্কার লাভ করেন। জুনিয়র বিভাগে বিজয়ী হয়েছেন সাদাত। এই বিভাগে রানার-আপ হয়েছেন ওয়াসেকা। সাব জুনিয়র বিভাগে সাইবা চ্যাম্পিয়ন এবং ইলহান রানার আপ হন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রংপুর এরিয়া কমান্ডার, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এবং রংপুর গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক। এ সময় সেনা কল্যাণ সংস্থার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা এবং অতিথিরা উপস্থিত ছিলেন।