শুভকামনা মাশরা‌ফি, ভক্তদের জন্য সম‌বেদনা

স্পোর্টসমেইল সম্পাদকীয় স্পোর্টসমেইল সম্পাদকীয় প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১১ নভেম্বর ২০১৮
শুভকামনা মাশরা‌ফি, ভক্তদের জন্য সম‌বেদনা

‌দে‌শের ক্রি‌কেট‌কেও শেষব‌ধি রাজনী‌তির প্র‌য়োজ‌নে ক্ষ‌তিগ্রস্থ হ‌তে হলো! মাশরা‌ফি বাংলা‌দেশ ওয়ান‌ডে দ‌লের অ‌ধিনায়ক। সাম‌নের বছর বিশ্বকাপ। ক্রি‌কেট বো‌র্ডের সা‌থে চু‌ক্তি চলমান তার। নিকট অাগামীর ‘সংসদ সদস্য’ মাশরা‌ফির সা‌থে বো‌র্ডের সম্পর্ক প্র‌টোকলজ‌নিত জ‌টিলতায় পড়বার শংকা থে‌কেই যায়।

দল-দলীয় রাজনী‌তি করবার অ‌ধিকার সবারই অা‌ছে। স‌ু‌যোগ অা‌ছে ক্রি‌কে‌টের মাধ্য‌মে অ‌র্জিত জনপ্রিয়তা‌কে রাজনী‌তি‌তে ক্যাশ করবার। অন্তত জাতীয় ক্রি‌কেট থে‌কে অবসর নি‌য়ে তি‌নি য‌দি রাজনী‌তি‌তে অ‌ভি‌ষিক্ত হ‌তেন, সেটা ‌কি অা‌রেও দা‌য়িত্বশীল হ‌তো না? কেন না, ক্রি‌কেটই তো তা‌কে তারকা বা‌নি‌য়ে‌ছে। অার এম‌পি নির্বাচিত হবার অা‌গে-প‌রে এখন য‌দি তি‌নি ক্রি‌কেট থে‌কে অবসর নেন, তা হ‌বে রাজনী‌তির জন্য ক্রি‌কেট‌কে বিদায় জানানো। এবং এ‌তে ক‌রে যে ক্রি‌কেট তা‌কে কো‌টি মানু‌ষের তারকা বা‌নি‌য়ে‌ছিল, সে ক্রি‌কেট‌কেই প্রকারান্তরে অবজ্ঞা করা হলো না? তা‌তে ক‌রে কি অাশাহত ও ব‌ঞ্চিত করা হলো না ক্রি‌কেট‌মোদী পু‌রো দেশবাসী‌কে।

অন্তত ওয়ান‌ডে দ‌লের অ‌ধিনায়ক ‌হি‌সে‌বে, মা‌ঠে নেতৃ‌ত্বে‌র গু‌ণে মাশরা‌ফির বিকল্প কি দেশে এ মুহুূর্তে অা‌ছেন? ‌দে‌শের ক্রি‌কেটকে মা‌ঠে থে‌কে দেবার ম‌তো কি কিছুই অব‌শিষ্ট ছিল না তার?

দে‌শের রাজনী‌তি‌বিদ‌দের উপর মানুষ অ‌নেকাং‌শে অাস্থা হারা‌লেও মাশরা‌ফি‌দের প্র‌তি অাস্থা পু‌রো দেশবাসীর। এখন রাজনী‌তি দ্বারা বিভা‌জিত এই দে‌শে মাশরা‌ফি নি‌জের জন‌প্রিয়তা কতটা ধ‌রে রাখ‌তে পা‌রেন, তা সময়ই ব‌লে দে‌বে। দে‌শে ব্যাবসায়ী, পেশাজী‌বী, কা‌লোবাজারী, সন্ত্রাসী সবাই য‌দি রাজনী‌তি‌তে নাম‌তে পা‌রেন ত‌বে মাশরা‌ফির অাসাটা অবশ্যই দো‌ষের নয়। বরং একজন ভা‌লো ম‌নের মানুষ হি‌সে‌বে তা‌কে স্বাগত জানাই।

কিন্ত‌ু মনে রাখ‌তে হ‌বে, ক্রি‌কেট অনুরাগী বাংলা‌দে‌শের কো‌টি জনতা মাশরা‌ফি‌কে, মাশরা‌ফি‌দের নি‌জে‌দের হৃদ‌য়ের ভালোবাসার মাপকা‌ঠি‌তে অনন্য এক উচ্চতায় পৌ‌ঁছে দি‌য়ে‌ছি‌লেন। ক্রি‌কেট ছাড়া অার কোন কিছুই এখন বাংলা‌দেশ‌কে ঐক্যবদ্ধ করবার ক্ষমতা হা‌রি‌য়ে‌ছে। ‌ক্রি‌কে‌টের শুধু দেশ‌কে ঐক্যবদ্ধ করবার ক্ষমতা এখ‌নো অা‌ছে।

সেই সম‌য়ে দে‌শের সব‌চে‌য়ে জন‌প্রিয় ক্রি‌কেটার রাজনী‌তি‌তে এক‌টি দ‌লের ম‌নোনয়নপত্র কিন‌লেন। বাংলা‌দে‌শের সব‌চে‌য়ে জন‌প্রিয় মানু‌ষদের তা‌লিকায় তার নাম শীর্ষস্থা‌নে। ক্রি‌কে‌টের মাধ্য‌মে তিনি এ জায়গাটা ক‌রে নি‌য়ে‌ছেন। ক্রি‌কে‌ট তা‌কে সব দল অার ম‌তের কো‌টি মানু‌ষের শ্রদ্ধা অার ভালোবাসা অর্জন করবার পথটুকু দি‌য়ে‌ছে। সে ক্রি‌কে‌টের ক্যা‌রিয়ার অসমাপ্ত রে‌খেই ক্র‌নিক ইনজু‌রি‌তে ভোগা মাশরা‌ফি অ‌ভি‌ষিক্ত হ‌লেন রাজনী‌তি‌তে।

এ অ‌ভি‌ষেক দে‌শের তারুণ্যকে, মাশরা‌ফির ভক্ত‌দের এক‌টি তাৎক্ষ‌ণিক বার্তা দি‌য়ে‌ছে‌। সেটি হ‌লো- দে‌শের সব মানু‌ষের ভালোবাসার শ্রদ্ধার জায়গাটুকুর চে‌য়েও এক‌টি দ‌লের ম‌নোনয়‌নে একজন এম‌পি হওয়া বে‌শি দরকারী! দে‌শের অাপামর জনগণের ভালোবাসার চে‌য়ে রাজনী‌তির ক্ষমতার মোহ কি এখা‌নে অাপাত জয়ী হলো না? ক্রি‌কে‌টের ক্যারিয়ার শেষ না ক‌রে রাজনী‌তি‌তে যোগদান তার ক্রি‌কে‌টের প্র‌তি দায়বদ্ধতা ও একাগ্রতা‌কে প্রশ্নমুক্ত রাখবার সু‌যে‌াগ দেয়‌নি।

ত‌বে মাশরা‌ফির অাওয়ামী লী‌গে অানুষ্ঠানিক যোগদা‌নে অাওয়ামী লীগ ১-০ গো‌লে এ‌গি‌য়ে গেল। কারণ দে‌শের ক্রি‌কেট পাগল মানুষ মাশরা‌ফি‌কেই সব‌চে‌য়ে বড় ক্রীড়‌া তারকা বা‌নি‌য়ে‌ছে গত এক দশ‌কে। নিঃস‌ন্দে‌হে তি‌নি দে‌শের এ সম‌য়ের সব‌চে‌য়ে বড় তারকা। শুভকামনা তার জন্য।

লেখক : মুন‌জের অাহমদ চৌধুরী, সাংবাদিক ও লন্ডন প্রবাসী


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগার মাশরাফি যখন ‘কৃষক’

টাইগার মাশরাফি যখন ‘কৃষক’

নির্বাচনে অংশগ্রহণ করবেন না সাকিব!

নির্বাচনে অংশগ্রহণ করবেন না সাকিব!

শেখ হাসিনার সাথে মাশরাফির  সাক্ষাৎ

শেখ হাসিনার সাথে মাশরাফির সাক্ষাৎ

মাশরাফির হাতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম

মাশরাফির হাতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম