শেরপুরে জে অ্যান্ড এস গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৯ জানুয়ারি ২০১৯
শেরপুরে জে অ্যান্ড এস গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেরপুরে জে অ্যান্ড এস গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনগত রাতে সদর উপজেলার সূর্যদ্দীতে জে অ্যান্ড এস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড চত্বরে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে হাসান-মঞ্জরুলের দলকে হারিয়ে রবিন-আতিকের দল চ্যাম্পিয়ন হয়েছে।

চলতি বছরের ১২ জানুয়ারি জে অ্যান্ড এস গ্রুপের আয়োজনে ‘জে অ্যান্ড এস গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০১৯' শুরু হয়। এতে মোট ৩২টি দল অংশগ্রহণ করে।
badminton
ফাইনাল খেলায় বিজয়ী দলকে ১০ হাজার এবং বিজিত দলকে ৫ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে শুভেচ্ছা পুরষ্কার দেওয়া হয়।

ফাইনাল খেলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাদুজ্জামান সাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিল্পপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি জে অ্যান্ড এস গ্রুপ পরিচালক মো. সাইফুল নাহী জিন্নুর সাকী, জে অ্যান্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের পত্নী আলিফ রোজাবা আদিতি, গ্রুপের পরিচালক মো. সাইফুল নাহী জিন্নুর সাকী পত্নী রুনা নাজনীন (রুমী), শেরপুরের সাবেক পুলিশ সুপার মেহেদুল করিমের পত্নী হাওয়া বিবি (শিলা), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের পত্নী আসমা আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

নারী হ্যান্ডবলে দ্বিতীয় রাউন্ডে ঢাকা, জামালপুর ও নওগাঁও

নারী হ্যান্ডবলে দ্বিতীয় রাউন্ডে ঢাকা, জামালপুর ও নওগাঁও

২০১৮: বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচিত ঘটনা

২০১৮: বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচিত ঘটনা

ভারতীয় ক্রিকেটাররা কোন ব্র্যান্ডের মুঠোফোন ব্যবহার করেন?

ভারতীয় ক্রিকেটাররা কোন ব্র্যান্ডের মুঠোফোন ব্যবহার করেন?