২০১৮: বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচিত ঘটনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৪ এএম, ১৬ জানুয়ারি ২০১৯
২০১৮: বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচিত ঘটনা

ফাইল ছবি

বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচিত বছর ধরা যেতে পারে ২০১৮ সালকে। কারণ ২০১৮তে অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। এছাড়াও ক্রিকেট, টেনিসসহ বিভিন্ন খেলায় রয়েছে বেশকিছু মনে করার মতো ঘটনা। চলুন দেখে নেওয়া যাক ২০১৮ সালে বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচিত ঘটনা।

ফুটবল বিশ্বকাপ:
রাশিয়া বিশ্বকাপ নানা কারণেই ছিল ব্যাপক আলোচিত৷ প্রথমত, আয়োজক হিসেবে রাশিয়াকে বিতর্কিত করার চেষ্টা ছিল, যার জবাব তারা সফল আয়োজন করেই দিয়েছে৷ এছাড়া এই বিশ্বকাপ দেখিয়েছে, তথাকথিত বড় বা ছোট দল বলতে কিছু নেই৷ ফ্রান্স চ্যাম্পিয়ন হলেও ফ্যানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া-বেলজিয়াম-রাশিয়া৷ আগেরবারের চ্যাম্পিয়ন জার্মানির প্রথম রাউন্ডে বাদ পড়াও ছিল বড় ঘটনা৷

ফিফা বর্ষসেরা খেলোয়াড়:
২০১৮ সালে ক্রোয়েশিয়ার প্লে-মেকার লুকা মডরিচের উত্থান দেখেছে বিশ্ব৷ বিশ্বকাপে তাঁর একক নৈপুণ্য ম্লান করেছে রোনাল্ডো, মেসি, নেইমারদের৷ তাই এই ত্রয়ীর আধিপত্য ডিঙ্গিয়ে বর্ষসেরা হয়েছেন ক্রোয়াট ফরোয়ার্ড৷

চ্যাম্পিয়ন্স লীগে রেয়ালের ইতিহাস:
১৯৯৩ সালে ইউরোপীয়ান কাপ থেকে চ্যাম্পিয়ন্স লীগ হবার পর এই প্রথম টানা তিনবার ইউরোপসেরার মুকুট পড়েছে কোনো ক্লাব৷ এই অসাধ্য সাধন করেছে কোচ জিনেদিন জিদানের রেয়াল মাদ্রিদ৷

রোনাল্ডো স্ক্যান্ডাল:
রেয়ালের জয়রথে রোনাল্ডোর অবদান অস্বীকার করার নয়, যদিও এখন তিনি ইটালির জুভেন্টাসের রোনাল্ডো৷ তবে সম্প্রতি এক নারী তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন৷ তাতে আবারো ব্যাপক আলোচনা-সমালোচনার মুখোমুখি হন সিআর সেভেন৷

ক্রিকেটে বল ট্যাম্পারিং:
ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল এ বছর মার্চে অস্ট্রেলিয়ার দলের ওপেনার ব্যানক্রফটের বল ট্যাম্পারিংয়ের ঘটনা৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে তৃতীয় টেস্ট ম্যাচে বল ট্যাম্পারিং করেন তিনি৷ এই ঘটনায় অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্মিথ ও সহঅধিনায়ক ওয়ার্নারও নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হন৷

নাঈমের বিশ্বরেকর্ড:
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেকেই পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসান৷ ১৭ বছর বয়সে তিনি এই মাইলফলক অর্জন করেছেন৷ ফলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়ার রেকর্ড গড়েছেন৷

সেরেনা উইলিয়ামসের জরিমানা:
২০১৮ সালে টেনিসের সবচেয়ে বড় ঘটনা ছিল ইউএস ওপেনের ফাইনাল৷ চেয়ার আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় রেগে গিয়ে তাঁকে ‘চোর’ বলে আখ্যায়িত করেছিলেন সেরেনা উইলিয়ামস৷ এতে সেরেনার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে তাঁকে ১৭ হাজার ডলার জরিমানা করা হয়৷

নাওমির ইতিহাস:
ইউএস ওপেনে সেরেনা খেলেন কুড়ি বছর বয়সি নাওমি ওসাকার বিরুদ্ধে৷ সরাসরি সেটে নিজের আইডলকে হারিয়ে শুধু নিজের নয়, ইতিহাসের প্রথম জাপানি হিসেবে গ্র্যান্ডস্লাম জেতেন নাওমি৷ এদিকে, পুরুষ টেনিসে এ বছর আবারো .ব্যাংকিংয়ে শীর্ষে ফিরে এসেছেন সার্বিয়ান তারকা জকোভিচ৷


শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখেছে ১.১২ বিলিয়ন দর্শক

ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখেছে ১.১২ বিলিয়ন দর্শক

কঠিন গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, সুবিধায় যুক্তরাষ্ট্র

কঠিন গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা, সুবিধায় যুক্তরাষ্ট্র

অভিষেকের হিরিক

অভিষেকের হিরিক

ভারতকে বিদায় দিয়ে ফাইনালে ইংল্যান্ডের মেয়েরা

ভারতকে বিদায় দিয়ে ফাইনালে ইংল্যান্ডের মেয়েরা