বর্ণবাদ, শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ বিষয় : হোল্ডিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৪ এএম, ১১ জুলাই ২০২০
বর্ণবাদ, শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ বিষয় : হোল্ডিং

করোনাভাইরাসের কারণে ১১৬ দিন পর সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। খেলা শুরুর আগে একসাথে হাঁটু গেড়ে বসে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন উপস্থিতি সকল খেলোয়াড়, আম্পায়ার, অফিসিয়াল ও ক্রিকেট সংশ্লিষ্টরা।

চলতি বছরের মে মাসের শেষের দিকে কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে আফ্রিকান-আমেরিকান সাবেক বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে হাঁটুতে পিষে হত্যা করে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য পুলিশ। ওই নির্মম হত্যার প্রতিবাদে ফেটে পড়ে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব।

‘ব্ল্যাক লাইভস ম্যাটারস’ তথা ‘কৃষ্ণাঙ্গদের জীবনও মূল্যবান’ হ্যাশট্যাগে প্রতিবাদও শুরু হয় সর্বত্র। তারই ধারাবাহিকতায় এবার মাঠেও সেই প্রতিবাদে নিজেদের শামিল করলেন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। এর আগে ইউরোপসহ বিভিন্ন লিগে ফুটবলারও হাঁটু গেড়ে বসে প্রতিবাদ করেছেন।

কৃষ্ণাঙ্গদের বার বার কেন বর্ণবৈষম্যের শিকার হতে হয় -তার একাধিক কারণ তুলে ধরেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার মাইকেল হোল্ডিং। সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের প্রথম দিন স্কাই স্পোর্টসের ক্যামেরার সামনে বর্ণবাদ কথা বলেন তিনি।

হোল্ডিং বলেন, ‘হাজার বছর আগ থেকে বর্ণবৈষম্য শুরু হয়। আর সবসময়ই শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়া হয়েছে, কারা ভালো আর কারা খারাপ।’

শৈশবে নিজের স্কুল জীবনের উদাহরণ হিসেবে টেনে হোল্ডিং বলেন, ‘আমাদের স্কুলে কখনও কৃষ্ণাঙ্গদের সাফল্যের গল্প শোনানো হত না। সবাই জানেন বাল্ব আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন। কিন্তু তিনি যে বাল্ব আবিষ্কার করেছিলেন, তা বেশিক্ষণ জ্বলতো না। কেউ বলতে পারবেন, কে বাল্ববের কার্বন ফিলামেন্ট আবিষ্কার করেন? যার সাহায্যে ঘণ্টার পর ঘণ্টা আলো পাওয়া যায়? অনেকেই জানেন না। তিনি লিউইস হওয়ার্ড ল্যাটিমার। একজন কৃষ্ণাঙ্গ। কোনও স্কুলেই এটা পড়ানো হয়নি। তা হলে কৃষ্ণাঙ্গদের প্রতি সম্মান জন্মাবে কী করে?’

হোল্ডিং মনে করেন, শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি বলেন, ‘শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। শিক্ষাটা ঠিকমতো না হলে আমরা যে জীবনটা কাটাচ্ছি, সেটা কাটিয়ে যাব। এখানে ওখানে কিছু প্রতিবাদ হবে। লোকজন কিছু কথাবার্তা বলবে, প্রতিবাদ করবে, এ পর্যন্তই।’

হোল্ডিং আরও বলেন, ‘নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের সেই নারীর জিনে যদি বর্ণবাদ নাও থাকে, বর্ণবাদ তার চিন্তার মধ্যেই আছে। তার চিন্তা-ভাবনা হচ্ছে কালো মানুষ মানেই খারাপ, অপরাধী। সে মনে করে কোনো কালো ব্যক্তিকে অভিযুক্ত করে সে যদি পুলিশে ফোন দেয়, তাহলে কালো ব্যক্তি প্রতি দশবারে নয়বারই অপরাধী প্রমাণিত হবে। কালো ব্যক্তিকে প্রমাণ করতে হবে সে অপরাধী নয়। আর এটা প্রমাণ করতে করতে সে ফ্লয়েডের মতো মারাও যেতে পারে।’

এখনই সকলকে বর্ণবাদের বিপক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানান হোল্ডিং। শিক্ষা জীবন থেকেই বর্ণবাদ নিয়ে খোলাসা করতে বললেন তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৬ উইকেটের পর হোল্ডারের লক্ষ্য সেঞ্চুরি

৬ উইকেটের পর হোল্ডারের লক্ষ্য সেঞ্চুরি

বর্ণবাদের প্রতিবাদ ও করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা

বর্ণবাদের প্রতিবাদ ও করোনায় প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা

আইসিসির বাউন্সার আইনেও ‘বর্ণবাদ’ দেখছেন স্যামি

আইসিসির বাউন্সার আইনেও ‘বর্ণবাদ’ দেখছেন স্যামি

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর পদত্যাগ