ক্যাম্পে রিপোর্ট করলেন দেশের আট আরচ্যার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৭ এএম, ১৭ আগস্ট ২০২০
ক্যাম্পে রিপোর্ট করলেন দেশের আট আরচ্যার

রিকার্ভ পুরুষ বিভাগে আটজন আরচার প্রথম ধাপে অনুশীলনের জন্য রিপোর্ট করেছেন। রোববার (১৬ আগস্ট) প্রধান কোচ মার্টিন ফ্রেড্রিকের কাছে টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে তারা রিপোর্ট করেন।

ক্যাম্পের জন্য ডাক পাওয়ার আরচাররা হলেন- মোহাম্মদ রোমান সানা, রাম কৃষ্ণ সাহা, ইমদাদুল হক মিলন, সাকিব মোল্লা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, তামিমুল ইসলাম, আব্দুর রহমান, প্রদিপ্ত চাকমা, মোসাম্মাৎ ইতি খাতুন, বিউটি রায়, মনি রানি সরকার, দিয়া সিদ্দিকি, অসিম কুমার দাস, মোহাম্মদ আশিকুজ্জামান, সিয়াম সিদ্দিক, আসিফ মাহমুদ, বন্যা আক্তার ও সুমা বিশ্বাস।

ক্যাম্পের জন্য ডাক পাওয়া তীরন্দাজরা ওরিন্টেশনে রয়েছেন। তাদের মধ্য থেকেই প্রথম ধাপে আটজন রোববার কোচের কাছে রিপোর্ট করেছেন।

এদিকে ক্যাম্পের আগে সবার কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক। এছাড়া আগামী সপ্তাহ থেকে ক্যাম্প শুরু হওয়ার আগে সবাইকে কোয়ারেন্টাইন কাটাতে হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা পরীক্ষায় টাইগারদের নমুনা সংগ্রহ শুরু

করোনা পরীক্ষায় টাইগারদের নমুনা সংগ্রহ শুরু

বিসিবির কার্যালয়ে ‘মুজিব কর্নার’

বিসিবির কার্যালয়ে ‘মুজিব কর্নার’

বিশ্ব আর্চারি থেকে অনুদান পাচ্ছেন রোমান সানা

বিশ্ব আর্চারি থেকে অনুদান পাচ্ছেন রোমান সানা

সোনায় মোড়ানো বাংলাদেশের আরচ্যারি, ১০টিতেই স্বর্ণ

সোনায় মোড়ানো বাংলাদেশের আরচ্যারি, ১০টিতেই স্বর্ণ