‘আরেকটা বছর বেঁচে থাকার জন্য আলহামদুলিল্লাহ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১০ মে ২০২১
‘আরেকটা বছর বেঁচে থাকার জন্য আলহামদুলিল্লাহ’

জীবনের ৩৪টি বছর পর করলেন বাংলাদেশ ক্রিকেটের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। রোববার (৯ মে) ছিল তার ৩৫তম জন্মদিন। জন্মদিনে সাধারণত কেক কেটে উৎসব আমেজে পালন করলেও মুশফিক ব্যতিক্রম। বরাবরের মতোই এবার ছিলেন এসবের বাইরে।

নিজের জন্মদিনে করেছেন মাঠে অনুশীলন। শ্রীলঙ্কার সফর থেকে দেশে ফেরার পর রোববার (৯ মে) প্রথমবারের মতো মাঠের অনুশীলনে যুক্ত হয়েছিলেন তিনি। কোয়ারেন্টাইন পালন শেষে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়ায় মাঠের ফেরার অনুমতি পেয়েছে পুরো দল।

এদিকে, দুপুর থেকে বিকেল পর্যন্ত অনুশীলন শেষে বাসায় ফিরে শেষ রক্ষা হয়নি মুশফিকের। পরিবারের সদস্যের নিয়ে ঠিকই কাটতে হয়েছে জন্মদিনের কেক। স্ত্রী-সন্তানকে সাথে নিয়ে সেই ছবিও শেয়ার করেছেন তিনি। ছবির সাথে ক্যাপশনে মুশফিক লিখেন, ‌‘আরেকটা বছর বেঁচে থাকার জন্য আলহামদুলিল্লাহ।’
sportsmail24
শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে মুশফিক মাঠের অনুশীলনে ব্যস্ত থাকলেও তার শুভাকাঙ্ক্ষীরা ঠিকই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সে বিষয়ে মুশফিক বলেন, ‘এ এক অসাধারণ অনুভূতি আপনাদের পাঠানো অভিনন্দন বার্তাগুলো পাওয়া। আত্মীয়, পরিবার ও বন্ধুবান্ধব তো আছেই। সারাদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে তা ছিল অসাধারণ।’

রোববার অনুশীলন শেষেই ঈদের ছুটিতে গেছেন ক্রিকেটাররা। ঈদের পর ১৭ মে থেকে আবারও শুরু হবে অনুশীলন। এদিকে, দেশব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে সতর্ক করেছেন মুশফিকুর রহিম।

তিনি বলেন, ‘জন্মদিনে আমার আপনাদের সবার কাছে অনুরোধ, ঈদ-উল-ফিতর কাছে চলে এসেছে। কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাই সাবধানে ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন।’

তিনি আরও বলেন, ‘পরিশেষে বলবো, যদি সম্ভব হয় তবে আপনার সাধ্যনুযায়ী সমাজের ভাগ্যবিড়ম্বিত ও গরীবদের সহায়তা করুন। এই ঈদ তাহলে হয়ে উঠবে পরিপূর্ণ। আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ!’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাশরাফিকে পেছনে ফেলার ম্যাচে সেরা মুশফিক

মাশরাফিকে পেছনে ফেলার ম্যাচে সেরা মুশফিক

স্ত্রীসহ প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ মোস্তাফিজ

স্ত্রীসহ প্রথম পরীক্ষায় করোনা নেগেটিভ মোস্তাফিজ

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

চেনা উইকেটে শ্রীলঙ্কা বধের আশা সাইফউদ্দিনের

ডোমিঙ্গোকে ‘বলির পাঠা’ বানাতে চান না সুজন

ডোমিঙ্গোকে ‘বলির পাঠা’ বানাতে চান না সুজন