স্পন্সরের জন্য জিম্বাবুয়ে ক্রিকেটারের আবেগী টুইট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৮ এএম, ২৪ মে ২০২১
স্পন্সরের জন্য জিম্বাবুয়ে ক্রিকেটারের আবেগী টুইট

এক সময়ের দাপুটে জিম্বাবুয়ে আজ সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়ার পথে। আর্থিক দূরাবস্থার কারণে তাদের ক্রিকেট যেন চলছে থেমে থেমে। অর্থের অভাবে কেমন দিন কাটছে জিম্বাবুয়ের ক্রিকেটের তার ই যেন উদাহরণ দেখালেন জিম্বাবুয়ে ক্রিকেটার রায়ান বার্ল। 

নিজের ব্যক্তিগত টুইটার একাউন্টে  শনিবার (২২ মে) স্পন্সর পাওয়ার জন্য আকুল আবেদন জানান তিনি। একই সাথে স্পন্সরের অভাবে কেমন নিদারুণ দিন কাটছে সেদেশের ক্রিকেটারদের সেটি বুঝার জন্য একটি ছবিও সংযুক্ত করেন তিনি। 

 

বার্ল তার টুইটে লিখেন, 'আমাদের (জিম্বাবুয়ে) জন্য স্পন্সর পাওয়ার কি কোন সম্ভাবনা আছে, যেন প্রতি সিরিজ পর জুতাগুলোতে আঠা লাগাতে না হয়।' 

বার্ল এর টুইটারে স্পষ্টভাবেই বুঝা যাচ্ছে, স্পন্সর তথা অর্থের অভাবে কত নিদারুণ দিন কাটছে তাদের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারলেও টেস্ট সিরিজে লজ্জাজনক ভাবে পরাজিত হয়েছিল জিম্বাবুয়ে।    

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

দুপুরে করোনা পজিটিভ সুজন, রাতে নেগেটিভ

দুপুরে করোনা পজিটিভ সুজন, রাতে নেগেটিভ

পিএসএলে যাচ্ছেন না মাহমুদউল্লাহ

পিএসএলে যাচ্ছেন না মাহমুদউল্লাহ

করোনা পজিটিভ ‘ফলস’, ম্যাচ নিয়ে ‘শঙ্কা’ নেই

করোনা পজিটিভ ‘ফলস’, ম্যাচ নিয়ে ‘শঙ্কা’ নেই

বিশেষ শর্তে ভারতের পক্ষে বাজি প্যানেসারের

বিশেষ শর্তে ভারতের পক্ষে বাজি প্যানেসারের