টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করলেন ১০ হাজার স্বেচ্ছাসেবী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ এএম, ০৭ জুন ২০২১
টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করলেন ১০ হাজার স্বেচ্ছাসেবী

আবারও ধাক্কা পড়লো টোকিও অলিম্পিকে। এবার ১০ হাজার স্বেচ্ছাসেবী টোকিও অলিম্পিকে কাজ করবেন না বলে জানিয়েছেন। তবে এতে অলিম্পিকের উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন টোকিও অলিম্পিক প্রধাব সেইকো হাসিমোতো।

করোনাভাইরাস মহামারির ধাক্কায় বিপর্যস্ত জাপান। তবে এরপরও অলিম্পিক আয়োজনে বদ্ধ পরিকর জাপান। জনগণের রোষানলে পড়লেও অলিম্পিক আয়োজনের নিজেদের কার্যক্রম ঠিক রেখে চলেছেন তারা।

জাপানের সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসকরাও অলিম্পিক আয়োজনের বিপক্ষে রয়েছেন। তারা জানিয়েছেন এ সময়ে অলিম্পিক আয়োজিত হলে তা জাপানের করোনা পরিস্থিতিকে বেশ ভয়ংকর করে তুলবে। এরপরও অলিম্পিক আয়োজনে বদ্ধ পরিকর জাপান সরকার।

করোনা মহামারির মধ্যেও অলিম্পিক আয়োজন করার সিদ্ধান্তে অটল থাকায় টোকিও অলিম্পিক থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন ১০ হাজার স্বেচ্ছাসেবী। এ ঘটনায় টোকিও অলিম্পিক প্রধান জানিয়েছেন, ‘কোনো অবস্থাতেই অলিম্পিক আয়োজন বন্ধ করা যাবে না। অলিম্পিকের জন্য মাত্র ৪৮ দিন সময় বাকি আছে। করোনা সংক্রমণ যেন না বাড়ে তার জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অলিম্পিক একমাত্র তখনই স্থগিত করা যাবে যখন অধিকাংশ দেশের খেলোয়াড়রা টোকিওতে আসতে না পারবে। এছাড়া অলিম্পিক বন্ধের কোনো সম্ভাবনা নেই।’

করোনাভাইরাস মহামারির কারণে টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে ২০২১ সালে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও অলিম্পিকের পাশাপাশি প্যারা অলিম্পিকও আয়োজন করা হবে টোকিওতে।

অলিম্পিকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করছে টোকিও অলিম্পিক কতৃপক্ষ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

দলের সাথে যোগ দিচ্ছেন ডে ব্রুইনে

দলের সাথে যোগ দিচ্ছেন ডে ব্রুইনে

আইপিএলের পর পিএসএলের দায়িত্বে ইংলিশ প্রতিষ্ঠান

আইপিএলের পর পিএসএলের দায়িত্বে ইংলিশ প্রতিষ্ঠান

'ভারতের বিপক্ষে পয়েন্ট নিয়ে আসব'

'ভারতের বিপক্ষে পয়েন্ট নিয়ে আসব'

এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন

এশিয়ার সবচেয়ে কম বয়সী ফুটবলার বাংলাদেশের রিমন