হাতে পাসওয়ার্ড লিখে ভারতীয় নারী ক্যারাটেকার আত্মহত্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪০ এএম, ০৭ জুলাই ২০২১
হাতে পাসওয়ার্ড লিখে ভারতীয় নারী ক্যারাটেকার আত্মহত্যা

হাতের তালুতে নিজের মোবাইলের পাসওয়ার্ড লিখে আত্মহত্যা করেছেন ভারতীয় জাতীয় স্তরের ক্যারাটেকা পামেলা অধিকারী (১৪)। রোববার রাতে হাওড়ার বালিতে নিজ বাসা থেকে কিশোরী পামেলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পামেলাকে সানি নামের এক যুবক ব্ল্যাকমেল করেছেন।

পামেলার দিদি প্রিয়ঙ্কা অধিকারী ভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন, ‘বছর দুয়েক ধরে সানি নামে যুবকের সাথে আমার বোনের (পামেলা) সম্পর্ক ছিল। এর মধ্যেই সানি অন্য একটি মেয়েকে বিয়ে করে। সানি আমার বোনের থেকে কৌশলে ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি নিয়েছিল। তা দেখিয়ে নানা সময়ে ব্ল্যাকমেল করতো।’

পিয়ঙ্কার অভিযোগে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্ল্যাকমেলের চাপেই পামেলা শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে ব্ল্যাকমেলের অভিযোগ ওঠায় ওই যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ। নিশ্চিত হতে পুলিশ ইতিমধ্যে পামেলার আত্মীয় এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে।

হঠাৎ মেয়ের এমন ঘটনায় হতবাক হয়ে পড়েছেন পামেলার বাবা মলয় অধিকারী। তিনি বলছেন, ‘মেয়ের সঙ্গে কী ঘটেছে এখনও আমরা বুঝতে পারছি না। কেন সে আত্মহত্যা করলো জানি না। এভাবে মেয়েটা চলে যাবে মানতে পারছি না। আমার মেয়ে খেলাধুলা, পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। ও খুব মিশুকে ছিল।’

এদিকে, আত্মহত্যার আগে পামেলা তার মোবাইলের পাসওয়ার্ড হাতের তালুতে লিখে রেখেছিলেন। পুলিশ সেই মোবাইলটি জব্ধ করেছে এবং তা খতিয়ে দেখছে। পাশাপাশি নেটমাধ্যমে পামেলার সব অ্যাকাউন্টও খতিয়ে দেখছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মোবাইল থেকেই আসল তথ্য বের হতে পারে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ সেরা পুরস্কারে গেইল-মুরালির চেয়েও এগিয়ে সাকিব

সিরিজ সেরা পুরস্কারে গেইল-মুরালির চেয়েও এগিয়ে সাকিব

পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

পেরুকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

পাক-আফগানে পর ভারতের সাথেও সিরিজের চেষ্টা বিসিবির

পাক-আফগানে পর ভারতের সাথেও সিরিজের চেষ্টা বিসিবির