ক্রীড়া জগতের ‘সর্বোচ্চ পুরস্কারে’ ভূষিত হলেন ড. ইউনূস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৭ এএম, ২৪ জুলাই ২০২১
ক্রীড়া জগতের ‘সর্বোচ্চ পুরস্কারে’ ভূষিত হলেন ড. ইউনূস

বিশ্বব্যাপী করোনা শঙ্কার মাঝেই আলোর মুখ দেখলো টোকিও অলিম্পিক। শুক্রবার (২৩ জুলাই) থেকে শুরু হয়েছে অলিম্পিকের এবারের আসর ‘টোকিও অলিম্পিক’। এবারের অলিম্পিকে দেশের জন্য অনন্য সম্মান বয়ে আনলেন নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস। ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার ‘অলিম্পিক লরেল’ সম্মাননায় তাকে ভূষিত করা হয়েছে।

জাপানে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদদের প্যারেড শুরুর আগে ড. ইউনূসকে এ সম্মাননা দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। সরাসরি উপস্থিত না থাকায় শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ইউনূসকে ভাচ্যুয়ালি সম্মাননা দেওয়া হয়।

পরে পুরস্কার প্রাপ্তির ছবি প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ফেসবুক পেজের ছবি প্রকাশ করা হয়। একই মাথে নিজের অভিব্যক্তিও প্রকাশ করেন তিনি।

ক্রীড়াবিদদের উদ্দেশ্যে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনারাই বিশ্ব পরিবর্তনে নেতৃত্ব দিতে পারেন এবং সৃষ্টি করতে পারেন তিনটি শূন্যের। এগুলো হচ্ছে- শূন্য কার্বন নির্গমন, সম্পদের শূন্য পুঞ্জিভূতকরণ এবং শূন্য বেকারত্ব।’

ড. ইউনূস খেলাধুলার মাধ্যমে বিশ্বে শান্তিপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সফলতা কামনা করেন। সর্বশেষ টোকিওতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার জন্য শুভকামনা এবং ‘অলিম্পিক লরেল সম্মাননা’ দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানান বাংলাদেশি এ অর্থনীতিবিদ।

ড. মুহাম্মদ ইউনূস হচ্ছেন ‘অলিম্পিক লরেল’ সম্মাননা পাওয়া দ্বিতীয় ব্যক্তি। এর আগে ২০১৬ সালে প্রথমবারের মতো ‘‘অলিম্পিক লরেল’ সম্মাননা পেয়েছিলেন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হেন্ড জাজা, টোকিও অলিম্পিকের বিস্ময়

হেন্ড জাজা, টোকিও অলিম্পিকের বিস্ময়

প্রথমবারেই অলিম্পিকে দিয়ার ব্যক্তিগত রেকর্ড

প্রথমবারেই অলিম্পিকে দিয়ার ব্যক্তিগত রেকর্ড

সেই জার্মানিকে এবার সহজেই হারালো ব্রাজিল

সেই জার্মানিকে এবার সহজেই হারালো ব্রাজিল

অলিম্পিকের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ধরা আর্জেন্টিনা

অলিম্পিকের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে ধরা আর্জেন্টিনা