নারীদের দৌড়ে চ্যাম্পিয়ন শাহনাজ, রানাসআপ বনানী মল্লিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১১ এএম, ১২ সেপ্টেম্বর ২০২১
নারীদের দৌড়ে চ্যাম্পিয়ন শাহনাজ, রানাসআপ বনানী মল্লিক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস ২০২১-এর নারীদের দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নাগরিক টিভির শাহনাজ শারমিন। এছাড়া অবজারভারের বনানী মল্লিক দ্বিতীয় এবং সমকালের সাজিদা ইসলাম পারুল তৃতীয় হয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডিআরইউ ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা ইভেন্টগুরোর সার্বিক পরিচালনা করেন।

প্রতিযোগিতায় সদস্য সন্তাদের অনূর্ধ্ব ৪-৬ বছর বয়সী ইভেন্টে রাদিতা জাহান নুবা (পিতা-সাঈদ আবদুল মালিক) প্রথম, অংকন দাস (পিতা-বিজন কুমার দাস) দ্বিতীয় এবং অর্শা রায় (পিতা-অমরেশ রায়) ও সানদিহা জামান দিবা (পিতা-সাঈদ আবদুল মালিক) যৌথভাবে তৃতীয় হয়েছে।

সদস্য সন্তাদের অনূর্ধ্ব ৭-১২ বছর বয়সী ইভেন্টে নাবিদ রহমান তুর্য্য (পিতা-এম এম বাদশাহ) প্রথম, নওশীন তাবাসসুম তৃণা (পিতা-এম এম বাদশাহ) দ্বিতীয় এবং অংকুর দাস (অমরেশ রায়) তৃতীয় হয়েছে।

সদস্য স্ত্রীদের মার্বেল দৌড় প্রতিযোগিতায় অন্জু রানী দাস (স্বামী-বিজন কুমার দাস) প্রথম, নাজনীন খানম (স্বামী-এম এম বাদশাহ) দ্বিতীয় এবং বিলকিস আক্তার (স্বামী-সায়ীদ আবদুল মালিক) তৃতীয় হয়েছেন।

এছাড়া ডিআরইউ’র অফিস স্টাফদের দৌড় প্রতিযোগিতায় মো. সিহাব মোল্লা প্রথম, মো. জসিম উদ্দিন দ্বিতীয় এবং ফিরোজ হাওলাদার তৃতীয় হয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১০০ মিটারে চ্যাম্পিয়ন জোতির্ময়, মিনি ম্যারাথনে মাসুম

১০০ মিটারে চ্যাম্পিয়ন জোতির্ময়, মিনি ম্যারাথনে মাসুম

রেকর্ডের জন্য সাকিবের দরকার ৬ উইকেট

রেকর্ডের জন্য সাকিবের দরকার ৬ উইকেট

কাঁকড়া-কুঁচের পর এবার স্বর্ণ ব্যবসায় সাকিব

কাঁকড়া-কুঁচের পর এবার স্বর্ণ ব্যবসায় সাকিব

এইচপি ক্যাম্পে আকবর-হৃদয়দের লক্ষ্য জাতীয় দল

এইচপি ক্যাম্পে আকবর-হৃদয়দের লক্ষ্য জাতীয় দল