এইচপি ক্যাম্পে আকবর-হৃদয়দের লক্ষ্য জাতীয় দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ এএম, ২২ আগস্ট ২০২১
এইচপি ক্যাম্পে আকবর-হৃদয়দের লক্ষ্য জাতীয় দল

তরুণ ক্রিকেটারদেরকে নিয়ে ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। এ ক্যাম্পে নিজেদেরকে ঝালাই করে জাতীয় দলে নিজের পথ সুগম করতে চান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এবং ঘরোয়া ক্রিকেটারের পারফর্মার।

বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি, তানজিদ হাসান তামিমের পাশাপাশি দলে আছেন ঢাকা প্রিমিয়ার লিগের পারফর্মার মুনিম শাহরিয়ার, আনিসুল ইসলাম, ইমরানুজ্জামানরাও আছেন এইচপি ক্যাম্পে। দলে থাকা সবাই নিজেদের উন্নতি করে দলে আসতে চায় বলে জানিয়েছেন আকবার আলি।

এইচপি ক্যাম্পে নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আকবর জানান, জাতীয় দলে সুযোগ করে নেওয়ার জন্যই চেষ্টা করে যাবেন। এছাড়াও নিজের দূর্বলতা কাটিয়ে উঠার জন্য কাজ করবেন বলে জানান। বলেন, ‘জাতীয় দলে খেলার পথে আমাদের যে সমস্যাগুলো আছে, ক্যাম্পের মাধ্যমে আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করব। আরও যেন উন্নতি করতে পারি সেটাই ক্যাম্পের মূল লক্ষ্য থাকবে।’

এছাড়াও সবাই জাতীয় দলে খেলার লক্ষ্য নিয়েই যাচ্ছে বলে জানান তিনি। আকবর বলেন,‘সবার মূল উদ্দেশ্যই থাকে জাতীয় দলে খেলার। আমাদেরও সেই উদ্দেশ্য থাকবে।’

বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য তৌহিদ হৃদয়ের কণ্ঠেও এসেছে একই রকম কথা। তিনিও জানান নিজের উন্নতি করতে এইচপি ক্যাম্পে যাচ্ছেন তিনি।

হৃদয় বলেন, ‘করোনার সময়ে অনেক কিছু পার করে আমরা ক্যাম্প করতে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য থাকবে, আন্তর্জাতিক ক্রিকেটে যেসব কৌশল ও দক্ষতার প্রয়োজন সেসব এইচপির ক্যাম্প থেকে আমরা ভালোভাবে শিখব এবং উন্নতি করব।’

করোনাভাইরাস মহামারির কারণে এইচপি ক্যাম্প সম্পূর্ণ বায়ো-বাবলের মধ্যে হবে। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান আকবর আলি।

তিনি বলেন, ‘ক্যাম্পে বায়ো-বাবল মেনে চলতে হবে এবং খুব সতর্কতার সাথে আমাদের থাকতে হবে। মেডিকেল ডিপার্টমেন্ট ও আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান গতকাল আমাদেরকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’

এইচপি ক্যাম্প চলাকালীন বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলবে আকবর-তৌহিদ হৃদয়রা। ‘এ’ দলের বিপক্ষে সিরিজে দুইটি চারদিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে খেলবে এইচপি দল। ‘এ’ দলে খেলবে মমিনুল-সাদমানদের মতো টেস্ট দলের ক্রিকেটাররা। চলতি বছরের ৮ অক্টোবর স্কিল অনুশীলনের মাধ্যমে এইচপি ক্যাম্পের ইতি টানা হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএল নয়, নিউজিল্যান্ড সিরিজ খেলবেন সাকিব

সিপিএল নয়, নিউজিল্যান্ড সিরিজ খেলবেন সাকিব

পাঞ্জাব কিংসে নাম লেখালেন নাথান এলিস

পাঞ্জাব কিংসে নাম লেখালেন নাথান এলিস

আফগান সিরিজে থাকছে না পাকিস্তানের নিয়মিত চার মুখ

আফগান সিরিজে থাকছে না পাকিস্তানের নিয়মিত চার মুখ

অবশেষে কেন্দ্রীয় চুক্তিতে ১৮ লঙ্কান ক্রিকেটার, নেই ম্যাথিউস

অবশেষে কেন্দ্রীয় চুক্তিতে ১৮ লঙ্কান ক্রিকেটার, নেই ম্যাথিউস