পারলেন না রুবেল-দিয়া, রৌপ্য জয়ে সন্তুষ্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২০ নভেম্বর ২০২১
পারলেন না রুবেল-দিয়া, রৌপ্য জয়ে সন্তুষ্ট

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের স্বর্ণজয়ের স্বপ্ন নিয়ে রিকার্ভ মিশ্র ইভেন্টে মাঠে নেমেছিলেন মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এবং দিয়া সিদ্দিকী। তবে কোরিয়ার আর্চারদের অভিজ্ঞতার কাছে হেরে গিয়ে রৌপ্য পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।

এর আগে কখনও এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক জিততে পারেনি বাংলাদেশ। তবে এবার সে ধারা ভেঙেছে বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে উঠতে না পারলেও ব্রোঞ্জের লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ।

তাই তো প্রথমবারের মতো পদক জয়ের স্বাদটা দুই দিন আগেই পেয়েছিল বাংলাদেশ। রিকার্ভ দলগত ইভেন্টের দুইটি ব্রোঞ্জই নিজেদের দখলে নিয়েছিল বাংলাদেশ।

এশিয়ান আর্চারিতে প্রথমবারের মতো স্বর্ণ পদক পাওয়ার আশায় মাঠে নামেন বাংলাদেশের দুই আর্চার মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এবং দিয়া সিদ্দিকী। শুক্রবার (১৯ নভেম্বর) ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিলেন দক্ষিণ কোরিয়ার দুই আর্চার রিও সু জং এবং লি সিয়ুং।

কোরিয়ার দুই আর্চারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতাই গড়ে তুলতে পারেননি রুবেল এবং দিয়া। তারা দুইজনই হেরে গিয়েছে ৫-১ ব্যবধানে। হেরে গেলেও তাদের হাত ধরেই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বড় অর্জন করেছে বাংলাদেশ।

২০০৩ সাল থেকে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ। এ টুর্নামেন্টে পদক জিততে দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।

রুবেল-দিয়ার ফাইনালে উঠার মধ্য দিয়েই এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদক পাওয়া নিশ্চিত হয়েছিল। অবশ্য ফাইনালে মাঠে নামার আগেই দুইটি পদক জিতে নিয়েছিল বাংলাদেশ।

২২তম এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত ইভেন্টে ভালো করতে না পারলেও দলগত ইভেন্টে সাফল্য এনে দিয়েছে বাংলাদেশ দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই পদক জয়

আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই পদক জয়

তামিমের সাথে সেরা করদাতার তালিকায় রিয়াদ-সৌম্য

তামিমের সাথে সেরা করদাতার তালিকায় রিয়াদ-সৌম্য

পতাকাসহ পাকিস্তানকে ফেরত পাঠানো উচিৎ : তথ্য প্রতিমন্ত্রী

পতাকাসহ পাকিস্তানকে ফেরত পাঠানো উচিৎ : তথ্য প্রতিমন্ত্রী