বঙ্গবন্ধু জুনিয়র ব্যাডমিন্টনে নারী দ্বৈতের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৫ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১
বঙ্গবন্ধু জুনিয়র ব্যাডমিন্টনে নারী দ্বৈতের ফাইনালে বাংলাদেশ

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র (অনূর্ধ্ব-১৯) সিরিজ-২০২১’ এ নারী দ্বৈতের ফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উর্মি আক্তার- স্মৃতি রাজবংশী জুটি। স্বদেশী রহিমা জেরিন আহমেদ-ফারজানা সুলতামা ঐশি জুটির বিপক্ষে ওয়াক ওভার পান তারা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে নারী এককে বাংলাদেশের নাসিমা খাতুন ৮-২১, ৬-২১ পয়েন্টে ইন্দোনেশিয়ার চিয়ারা মারভেলা হান্দোইওর কাছে হেরেছেন।

একই ইভেন্টে বাংলাদেশের স্মৃতি রাজবংশী ৭-২১, ১০-২১ পয়েন্টে ভারতের শ্রেষ্ঠা রেড্ডি কান্নারেড্ডির বিপক্ষে হেরেছেন। অন্য এক ম্যাচে বাংলাদেশের মোসা. ফারহানা ইসলাম ইমু ৮-২১, ১০-২১ পয়েন্টে ভারতের ফানি ভেন্নেলা মুদুনুরির কাছে পরাজিত হন।

এছাড়া, পুরুষ এককে ইন্দোনেশিয়ার ইউহানো সাউট মার্সেলানোর বিপক্ষে ২১-৯, ২১-৬ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের মো. রাসেল বাবু। একই ইভেন্টে বাংলাদেশের খন্দকার আব্দুস সোয়াদ ২১-১৮,২১-১৫ পয়েন্টে হেরে গেছেন ইন্দোনেশিয়ার হেন্ড্রি লেন্ডারের কাছে।

এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেক। এ সময় অন্যান্যের মাঝে ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল, বাংলাদেশ দলের ম্যানেজার আরিফুল হক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫ জন শাটলার অংশগ্রহণ করছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

আরও ১৫ বছর খেলা শেষে কোচ হতে চান রোমান সানা

বান্দরবানের পাহাড়ে প্রথমবারের মতো মাউন্টেন বাইক রেস

বান্দরবানের পাহাড়ে প্রথমবারের মতো মাউন্টেন বাইক রেস

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রথম নারী বডিবিল্ডার

ছবি বিকৃতি, বিসিবির সাথে চুক্তি হারালো কনটেন্ট ম্যাটারস

ছবি বিকৃতি, বিসিবির সাথে চুক্তি হারালো কনটেন্ট ম্যাটারস