বন্ধুর ‘ধর্ষণ কাণ্ড’ ধামাচাপার চেষ্টায় আসামি পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২১ ডিসেম্বর ২০২১
বন্ধুর ‘ধর্ষণ কাণ্ড’ ধামাচাপার চেষ্টায় আসামি পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ

পাকিস্তানের বোলিং লাইন আপের অন্যতম ভরসা হয়ে ছিলেন লেগ স্পিনার ইয়াসির শাহ। তবে ইনজুরি জনিত কারণে মাঠের বাইরে থাকায় দীর্ঘদিন ধরের মাঠের বাইরে আছেন এ লেগ স্পিনার। এর মধ্যেই তার বিরুদ্ধে এলো নতুন অভিযোগ। ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার কারণে মামলা করেছেন ভুক্তভোগী এক কিশোরী।

রোববার (১৯ ডিসেম্বর) ইয়াসির শাহ এবং তার বন্ধুর বিরুদ্ধে ইসলামাবাদের একটি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক কিশোরী।

পাকিস্তানের দণ্ডবিধি ২৯২/বি এবং ২৯২/সি ধারায় মামলা করেছেন ১৪ বছর বয়সী ওই কিশোরী। এ মামলায় ইয়াসির শাহ এবং তার বন্ধু ফারহানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। এ মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

এ মামলায় ইয়াসিরের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগ আনা হয়নি। বলা হয়েছে, ইয়াসির শাহ তার বন্ধু ফারহানের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। এছাড়াও ইয়াসির ধর্ষণের ভিডিও ধারণ করেছেন। এমন অভিযোগ করা হয়েছে।

ওই কিশোরী জানিয়েছে, ‘নিজেকে খুব প্রভাবশালী ব্যক্তি বলে দাবি করেন তিনি। তার দাবি, উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তার পরিচয় রয়েছে। ইয়াসির ও ফারহান অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ধর্ষণ করে সেগুলোর ভিডিওধারণ করে রাখে।’

তবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়েছে, ‘আমরা জেনেছি আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা একজন ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পিসিবি এখন তথ্য সংগ্রহ করছে, যখন সবকিছু হাতে পাবে তারপর এ নিয়ে মন্তব্য করবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএলে লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি

পিএসএলে লাহোরের অধিনায়ক শাহীন আফ্রিদি

নিজের সাফল্যের কৃতিত্ব মিসবাহকে দিলেন রিজওয়ান 

নিজের সাফল্যের কৃতিত্ব মিসবাহকে দিলেন রিজওয়ান 

‘বাবর-রিজওয়ান না থাকার আক্ষেপ করবে ভারত’

‘বাবর-রিজওয়ান না থাকার আক্ষেপ করবে ভারত’

ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্তে বিরক্ত জাভেদ মিয়াঁদাদ

ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্তে বিরক্ত জাভেদ মিয়াঁদাদ