জাকজমকপূর্ণ আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
জাকজমকপূর্ণ আয়োজনে সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে আবাহনী

বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে অন্যতম সেরা ক্লাব আবাহনী লিমিটেড। ক্রিকেট, ফুটবল কিংবা হকি সব খেলাতেই আছে একটি ক্লাবের নাম, আর সেটা হলো আবাহনী। ঐতিহ্যবাহী এ ক্লাব চলতি ২০২২ সালে তাদের সুবর্ণ জয়ন্তী পালন করবে। বেশ জাকজমকভাবেই এ আয়োজন পালন করতে চান আবাহনী ক্লাবের চেয়ারম্যান সালমান এফ রহমান। আবাহনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি।

স্বাধীনতার এক বছর পর ১৯৭২ সালে ঢাকার ধানমন্ডিতে প্রতিষ্ঠা করা হয় আবাহনী ক্রীড়া চক্র। ক্রিকেট-ফুটবল ছাড়াও দেশের অন্যান্য খেলাতেও সমান অবদান রেখে এগিয়ে গিয়েছে ক্লাবটি। এরই ধারাবাহিকতায় পঞ্চাশ বছর পূরণ করেছে ক্লাবটি।

এ উপলক্ষ্যে চলতি ২০২২ সালে জাকজমকপূর্ণভাবে আবাহনীর সুর্বণ জয়ন্তী পালন করা হবে বলে জানিয়েছেন ক্লাবটির চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি, সুন্দরভাবে ভালোভাবে এ বছরই আমরা এটা (সুবর্ন জয়ন্তী) পালন করবো।’

ভিডিও বার্তায় সালমান এফ রহমান বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আবাহনীর অবদান নিয়ে বলেন, ‘আবাহনী তো পঞ্চাশ বছরে অনেক কিছুই অর্জন করেছে। বাংলাদেশে আজকে ফুটবল, ক্রিকেট, হকির যে মান দেখতেছেন তা তো আবাহনীর কারণে।’

এছাড়াও দেশের ক্রীড়াক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীতা তৈরির উদ্দেশ্যেই আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছিল বলে জানান আবাহনীর চেয়ারম্যান। ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামাল দেশের ক্রীড়াক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীতা তৈরি করতে চেয়েছিলেন বলে জানান তিনি।

আবাহনী চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাতা শেখ কামালের তো এটাই স্বপ্ন ছিল। আমার এখনও মনে আছে সে বলেছিল, আমরা যদি মোহামেডানের মানের একটা ক্লাব প্রতিষ্ঠা না করি, তাহলে তো প্রতিদ্বন্দ্বীতা হবে না এবং আমাদের খেলার মান বাড়বে না। বাংলাদেশে ক্রিকেট, ফুটবল, হকিতে যে মানের খেলা হচ্ছে তা তো আমাদের (আবাহনী) কারণেই।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়ন হতে আবাহনীকে অনেক সংগ্রাম করতে হয়েছে : পাপন

চ্যাম্পিয়ন হতে আবাহনীকে অনেক সংগ্রাম করতে হয়েছে : পাপন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করলো মুশফিকরা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করলো মুশফিকরা

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

বসুন্ধরাকে হারিয়ে স্বাধীনতা কাপের শিরোপা জিতলো আবাহনী

টাইম আউটে মাঠেই চার ক্রিকেটারের মাগরিবের নামাজ আদায়

টাইম আউটে মাঠেই চার ক্রিকেটারের মাগরিবের নামাজ আদায়